Samsung এর 10 হাজার টাকার কমে সেরা 3 স্মার্টফোন, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ব্যাটারি

নতুন Samsung ফোন কেনার পরিকল্পনা রয়েছে? বাজেট ১০ হাজার টাকার কম? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা তিনটি সেরা ডিল সম্পর্কে বলবো। এক্ষেত্রে আপনি Samsung Galaxy M ও F সিরিজের ফোন ৯,৫০০ টাকার কম কিনতে পারবেন। আর লিস্টে থাকা একটি ডিভাইসের দাম শুরু হবে মাত্র ৬,৪৯৯ টাকা থেকে। আর এই ফোনগুলিতে ৫০ মেগাপিক্সল পর্যন্ত ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার উপস্থিত আছে।
Samsung Galaxy M05
Samsung Galaxy M05 এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের অ্যামাজনে দাম রাখা হয়েছে ৬,৪৯৯ টাকা। এতে আছে এইচডি প্লাস রেজোলিউশনের সাথে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। এটি ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনে মিডিয়াটেক হিলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সল রিয়ার এবং ৮ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি সাইড-মাউন্টেড ফিংরপ্রিন্ট দেখতে দেখতে দেখতে।
Samsung Galaxy F06 5G
Samsung Galaxy F06 5G এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৮,৪৯৯ টাকা। ফিচারের কথা বললে এতে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সল সেলফি ক্যামেরা রয়েছে। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Samsung Galaxy M06 5G
১০ হাজার টাকার কমে Samsung Galaxy M06 5G স্মার্টফোনটি একটি ভালো বিকল্প। এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। এতে পাওয়া যাবে ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ফোনটি ৫০ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা সহ এসেছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এতে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।