Realme P3 Lite 5G এই সপ্তাহেই ভারতে লঞ্চ হচ্ছে, 32 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে 6000mAh ব্যাটারি

Realme P3 Lite 5G এবার ভারতে লঞ্চ হচ্ছে। আজ কোম্পানির তরফে ডিভাইসটির এদেশে আগমনের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি একটি মাইক্রোসাইটও অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করা হয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির কালার অপশন এবং স্পেসিফিকেশনও সামনে এসেছে। জানা গেছে, Realme P3 Lite 5G ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সাথে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Realme P3 Lite 5G ভারতে লঞ্চের তারিখ, কালার অপশন

Realme P3 Lite 5G আগামী ১৩ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে। এটি লিলি হোয়াইট, পার্পেল ব্লুসম এবং মিডনাইট লিলি কালার অপশনে আসবে। কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি ফোনটি ফ্লিপকার্ট ও অফলাইন স্টোর থেকে কেনা যাবে।

Realme P3 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি পি৩ লাইট ৫জি ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে। এতে থাকবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস (৭২০×১৬০৪ পিক্সেল) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৬২৫ নিট। এতে পারফরম্যান্সের জন্য অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৬ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম ও ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য Realme P3 Lite 5G মডেলে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে আইপি৬৪ রেটিং থাকবে। আর স্মার্টফোনটি বেশ কয়েকটি AI ফিচার সহ আসবে। এতে রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচারও দেওয়া হবে।

Realme P3 Lite 5G ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফুল চার্জে এই ব্যাটারি ৫৪.১ ঘন্টা পর্যন্ত টকটাইম এবং ৮৩৩ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে দাবি করা হয়েছে। হ্যান্ডসেটটি মাত্র ৭.৯৪ মিমি পুরু হবে বলে জানানো হয়েছে। ফলে আসন্ন ডিভাইসটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসা সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে পারে।