অর্ধেক দামে সেরা ক্যামেরার Google Pixel 9, Flipkart Big Billion Days সেলে অবিশ্বাস্য অফার

সেরা ক্যামেরার কোনো প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইছেন, কিন্তু বাজেট ভাবাচ্ছে? এবার হয়তো সেই সুযোগ সত্যি হতে যাচ্ছে। আসলে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা Flipkart Big Billion Days সেলে Google Pixel 9 স্মার্টফোনটি অবিশ্বাস্য দামে পাওয়া যাবে। এটি গত বছর ৭৯,৯৯৯ টাকায় লঞ্চ হলেও আসন্ন সেলে মাত্র ৩৪,৯৯৯ টাকায় বিক্রি হবে বলে আজ টিজ করা হয়েছে।
Pixel 9 অবিশ্বাস্য দামে Flipkart Big Billion Days সেলে বিক্রি হবে
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলের মাইক্রোসাইট থেকে জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই বার্ষিক সেল শুরু হতে চলেছে। মাইক্রোসাইট থেকে বিভিন্ন স্মার্টফোনের অফার একে একে প্রকাশ করা হচ্ছে। সেখান থেকেই সামনে এসেছে যে, Google Pixel 9 এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মাত্র ৩৭,৯৯৯ টাকা এই সেলে বিক্রি হবে। এছাড়া আইসিআইসিআই ও অ্যাক্সিস ব্যাংকের কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে আরও ২,০০০ টাকা ছাড়। শুধু তাই নয়, পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে মিলবে ১,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট। অর্থাৎ হ্যান্ডসেটটি মাত্র ৩৪,৯৯৯ টাকায় আপনার হতে পারে।
গতবছর দাম কমেছিল Pixel 8 এর
গত বছর Flipkart Big Billion Days সেলের সময় Pixel 8 মডেলের দাম নেমেছিল ৩৫,৯৯৯ টাকায়। যদিও কয়েকদিন পরেই দাম বাড়িয়ে ৪০ হাজার টাকার বেশি করে দেওয়া হয়। তাই এবারও কম দাম কত দিন উত্তরসূরি মডেলটি কেনা যাবে তা নিয়ে প্রশ্ন থাকছে।
Pixel 9 এর দাম ও ফিচার
বর্তমানে ফ্লিপকার্টে পিক্সেল ৯ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা।স্পেসিফিকেশনের কথা বললে এতে রয়েছে ৬.৩ ইঞ্চি Actua OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৮০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য এই মডেলে ব্যবহার করা হয়েছে টেনসর জি৪ প্রসেসর। ফটোগ্রাফির জন্য Pixel 9 মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৪৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে আছে ১০.৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Pixel 9 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে। এতে গুগলের নতুন Gemini AI যুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই মডেলে দেওয়া হয়েছে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে টাইটান M2 চিপ উপস্থিত।