Samsung Galaxy S25 FE ভারতে ট্রিপল রিয়ার ক্যামেরা ও দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল, ক্রেতাদের জন্য দারুন অফার

Samsung Galaxy S25 FE সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। ফোনটির দাম শুরু হয়েছে ৫৯,৯৯৯ টাকা থেকে। এই মাসের শুরুতেই গ্লোবাল মার্কেটে এসেছিল ডিভাইসটি। এই ফোনে রয়েছে এক্সিন ২৪০০ চিপসেট, ৪৯০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে চলে এবং এতে সাত বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটির আপডেট আসবে।

Samsung Galaxy S25 FE এর ভারতে দাম ও লভ্যতা

Samsung Galaxy S25 FE এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। আর হ্যান্ডসেটটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৬৫,৯৯৯ টাকা এবং ৭৭,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই হ্যান্ডসেটটি ২৯ সেপ্টেম্বর থেকে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, রিটেল স্টোর এবং অন্যান্য অনলাইন পোর্টাল থেকে কেনা যাবে। এটি আইসিব্লু, জেটব্ল্যাক, নেভি এবং হোয়াইট কালার অপশনে এসেছে।

Samsung Galaxy S25 FE এর সাথে সেল অফার

লঞ্চ অফার হিসেবে ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই মডেলের ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট কিনলে ৫১২ জিবি ভ্যারিয়েন্টে বিনামূল্যে পেয়ে যাবেন। এর সাথে ৫,০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং ২৪ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অফার মিলবে।

Samsung Galaxy S25 FE এর ফিচার ও স্পেসিফিকেশন

Samsung Galaxy S25 FE এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ১,৯০০ নিট ব্রাইটনেস, ভিশন বুস্টার সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এই ফোনে এক্সিনস ২৪০০ চিপসেট ও অ্যান্ড্রয়েড ১৬‌ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিন উপস্থিত। এর পাশাপাশি Galaxy S25 এর ফ্যান এডিশনে গুগলের সার্কেল টু সার্চ, জেমিনি লাইভ এবং অন্যান্য এআই ফিচারের সুবিধা পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S25 FE স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সামনে, সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ১২ মেগাপিক্সেল সেলফি সেন্সর। এতে Galaxy S24 FE এর তুলনায় ১৩ শতাংশ বড় ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S25 FE ফোনে দেওয়া হয়েছে ৪৯০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই হ্যান্ডসেটে আর্মার অ্যালুমিনিয়াম মিডল ফ্রেম আছে। আবার ফোনটি ধুলো এবং জল প্রতিরোধী আইপি৬৮ রেটিং সহ এসেছে।