Samsung Galaxy S26 সিরিজে থাকবে Exynos 2600 প্রসেসরের সাথে স্ন্যাপড্রাগন চিপসেট

Samsung Galaxy S26 সিরিজটি আগামী বছরের শুরুতে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপের অধীনে তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসতে পারে, এগুলি হল Samsung Galaxy S26 Pro, Galaxy S26 Edge এবং Galaxy S26 Ultra। যদিও Galaxy S সিরিজের স্মার্টফোন সম্পর্কে কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি, তবে টিপস্টারদের মারফত হ্যান্ডসেটগুলির ফিচার সামনে আসছে। সম্প্রতি এই সিরিজের চিপসেট সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে। রিপোর্ট অনুযায়ী, স্যামসাং তাদের আসন্ন সিরিজে নিজস্ব Exynos চিপসেট ব্যবহার করতে পারে। প্রসঙ্গত, বিদ্যমান Samsung Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra মডেলে কোয়ালকম চিপসেট রয়েছে।

 

Samsung Galaxy S26 সিরিজ আসতে পারে Exynos 2600 চিপসেটের সাথে

 

সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং ইলেকট্রনিক্স অবশেষে এক্সিনস ২৬০০ প্রসেসরের ওপর কাজ শেষ করেছে এবং এমাসের শেষের দিকে এই চিপের গণ উৎপাদন শুরু হবে। এটি কোম্পানির প্রথম প্রসেসর যেটি উন্নত ২ ন্যানোমিটার গেট-অল-অরাউন্ড (GAA) প্রক্রিয়ার ওপর নির্মিত। বিভিন্ন টেক ইনসাইডাররা মনে করছেন যে, এই চিপের কর্মক্ষমতা বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি মার্কেটের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

 

এছাড়া রিপোর্ট থেকে আরও জানা গেছে যে, স্যামসাং তাদের নতুন এক্সিনস ২৬০০ এর কর্মক্ষমতা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। সাম্প্রতিক একটি অভ্যন্তরীণ বৈঠকে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন যে, এক্সিনস ২৬০০ তার পূর্বসূরি, এক্সিনস ২৫০০ মডেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো কর্মক্ষমতা প্রদান করে। রিপোর্ট থেকে এও জানা যাচ্ছে যে, আসন্ন গ্যালাক্সি এস২৬ সিরিজে এই চিপটিকে অন্তর্ভুক্ত করার বিষয়টি জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে।

 

Exynos 2600 এর গিকবেঞ্চ স্কোর

 

সম্প্রতি এক্সিনস ২৬০০ চিপসেট কে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে। এটি সিঙ্গেল কোর পরীক্ষায় ৩,৩০৯ পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় ১১,২৫৬ পয়েন্ট পেয়েছে। এই চিপটি আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা সিঙ্গেল কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৩,৩৯৩ পয়েন্ট ১১,৫১৫ পয়েন্ট পেয়েছে।

 

যদিও রিপোর্টে নির্দিষ্ট করে কোন মডেলে এক্সিনস ২৬০০ প্রসেসর থাকবে তা উল্লেখ করা হয়নি। তবে আগের কিছু প্রতিবেদন সূত্রে জানা গেছে যে, Samsung Galaxy S26 Pro এবং Samsung Galaxy S26 Edge নতুন ইন-হাউস প্রসেসর দ্বারা চালিত হতে পারে। তবে টপ-এন্ড Samsung Galaxy S26 Ultra মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর ব্যবহার করা হতে পারে।