Oppo K13x ওয়াটারপ্রুফ রেটিং ও 5800mAh ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Oppo K13x গতকাল বুধবার চীনে লঞ্চ হয়েছে। ফোনটির দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার টাকা থেকে। বাজেট রেঞ্জে আসা এই ডিভাইসে পাওয়া যাবে ১০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সহ এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছে। আর Oppo K13x ফোনে দেওয়া হয়েছে ৫৮০০ এমএএইচ ব্যাটারি এবং জল ও ধুলো প্রতিরোধী আইপি রেটিং।
Oppo K13x এর দাম ও লভ্যতা
Oppo K13x এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯৯ ইউয়ান (প্রায় ৯,৮০০ টাকা)। আর এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ৯৯৯ ইউয়ান (প্রায় ১২,৩০০ টাকা)। এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে। অন্যান্য দেশে কবে আসবে তা এখনও স্পষ্ট নয়।
Oppo K13x এর ফিচার ও স্পেসিফিকেশন
ওপ্পো কে১৩এক্স ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৬০৪ × ৭২০ পিক্সেল রেজোলিউশন এবং ১০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য পান্ডা গ্লাস ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলে।
ক্যামেরার কথা বললে, Opoo K13x স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল OV50D প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা দিয়ে ১০৮০পি পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে।
ব্যাটারির কথা বললে, Opoo K13x হ্যান্ডসেটে ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে সিকিউরিটির জন্য আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ডুয়েল সিম সাপোর্ট সহ আসা এই ডিভাইসে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং আইপি৬৬/আইপি৬৮/আইপি৬৯ জল এবং ধুলো প্রতিরোধী রেটিং উপস্থিত।