৫৫ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সহ Thomson JioTele OS QLED টিভি সিরিজ ভারতে লঞ্চ হল, রয়েছে দুর্দান্ত সাউন্ড সিস্টেম

আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে হয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল (Flipkart Big Billion Days Sale)। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপর পাওয়া যাবে বিপুল ছাড়। বার্ষিক এই সেল শুরুর আগে আজ Thomson ভারতে নিয়ে এল তাদের নতুন ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চির JioTele OS QLED স্মার্ট টিভি। এগুলি JioTele OS চালিত প্রথম টিভি। আসুন Thomson JioTele OS QLED টিভি সিরিজের দাম এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Thomson JioTele OS QLED টিভি সিরিজের দাম এবং লভ্যতা

এদেশে Thomson JioTele OS QLED টিভি সিরিজের ৫০ ইঞ্চি মডেলের (50TJQ002) দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর বড় ৫৫ ইঞ্চির মডেলটি (55TJQ0032) পাওয়া যাবে ২৫,৯৯৯ টাকায়। উভয় মডেলের সাথেই ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হবে।

লঞ্চ অফার হিসাবে, টিভিগুলির সাথে পাওয়া যাবে ৩ মাসের বিনামূল্যে Jio Hotstar সাবস্ক্রিপশন এবং ১ মাসের JioGames সাবস্ক্রিপশন। আর অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারী ন্যূনতম ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। থমসন জিওটেলি ওএস কিউ এলইডি স্মার্ট টিভিগুলি আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

Thomson JioTele OS QLED টিভির স্পেসিফিকেশন

নতুন Thomson JioTele OS QLED স্মার্ট টিভিগুলি বেজেল লেস ডিজাইন এবং অ্যালয় স্ট্যান্ড সহ এসেছে। উভয় মডেলেই ৩৮৪০ × ২১৬০ পিক্সেল রেজোলিউশন, ১.১ বিলিয়ন কালার, এইচডিআর১০+ এবং ৪৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস সহ ৪কে কিউএলইডি (4K QLED) প্যানেল উপস্থিত। টিভিগুলিতে লাইভ স্পোর্টস দেখার জন্য স্পোর্টস মোড অন্তর্ভুক্ত রয়েছে।

অডিওর জন্য, এই স্মার্ট টিভিগুলিতে ৪৮ ওয়াট স্পিকার দেখো হয়েএএ এবং এগুলি ডলবি ডিজিটাল প্লাস সাপোর্ট সহ এসেছে। ডিভাইসগুলির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, এইচডি এমআই (HDMI) পোর্ট, ইউএসবি পোর্ট এবং স্ক্রিন মিররিং। টিভিগুলির সাথে ভয়েস এনাবল রিমোট মিলবে, যা হ্যালোজিও অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে।

জানিয়ে রাখি, JioTele OS প্ল্যাটফর্মটি ১০টিরও বেশি ওটিটি অ্যাপ থেকে রেকম্যান্ডেশন, ৪০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস, জিওগেমস এবং জিওস্টোর দেখার সুবিধা দেয়। Thomson JioTele OS QLED স্মার্ট টিভি সিরিজের দুটি মডেলই ২ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ অ্যামলজিক চিপসেটে চলে।