Xiaomi 17 Pro ও Pro Max লাইকার প্রযুক্তি সহ আরও শক্তিশালী ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

Xiaomi 17 সিরিজ চলতি মাসের শেষে বাজারে আসতে চলেছে। স্বাভাবিকভাবেই এখন নানা সূত্র মারফত লাইনআপটির সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। সম্প্রতি Xiaomi 17 সিরিজের ফোনগুলির পারফরম্যান্স সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছিল। আজ আবার এক টিপস্টার Xiaomi 17 Pro মডেলগুলির ক্যামেরা সম্পর্কিত গুরুত্ত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। টিপস্টার Xiaomi 17 Pro Max মডেলের এমন একটি বৈশিষ্ট্যের কথাও উল্লেখ করেছেন যা এটিকে অন্যান্য মডেলের থেকে আলাদা করে তুলবে।

Xiaomi 17 Pro সিরিজের ক্যামেরা ফিচার

Xiaomi 17 সিরিজের তিনটি মডেল সেপ্টেম্বরের শেষে বাজারে আসতে চলেছে। এগুলি হল, Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max। তিনটি মডেলই আসন্ন কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে। তবে ফ্যানদের কাছে শাওমির নম্বর সিরিজের ফোনগুলি বিশেষভাবে ক্যামেরা হার্ডওয়্যারের জন্য জনপ্রিয়, যার জন্য কোম্পানি লাইকার সাথে মিলে গত কয়েকবছর ধরে কাজ করছে।

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আজ দাবি করেছেন যে, শাওমি ১৭ প্রো ম্যাক্স মডেলের বেশিরভাগ ক্যামেরা স্পেসিফিকেশন শাওমি ১৭ প্রো এর মতোই হবে। এর মধ্যে থাকবে এফ/১.৬৭ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১৭ মিমি ফোকাল লেন্থ সহ একটি ওয়াইড আল্ট্রাওয়াইড লেন্স। উভয় লেন্সেই শাওমি শার্প ডিটেইলস এবং কালার ব্যালেন্স বজায় রাখার জন্য এবারও লাইকার প্রযুক্তি ব্যবহার করছে।

টেলিফটো লেন্সে বড় পরিবর্তন

Pro এবং Pro Max মডেলের প্রধান পার্থক্য দেখা যাবে এগুলির টেলিফটো লেন্সে। Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max উভয়ই ৫x অপটিক্যাল জুম অফার করবে বলে আশা করা হচ্ছে। তবে Pro মডেলে এফ/৩.০ অ্যাপারচার থাকবে, আর Pro Max মডেলে এর তুলনায় কিছুটা প্রশস্ত এফ/২.৬ অ্যাপারচার থাকবে বলে জানা গেছে। সামগ্রিকভাবে এই পরিবর্তনটি সেন্সরে আরও আলো প্রবেশ করতে দেবে, যা কম আলোয় ছবির মান উন্নত করতে পারে।

যদিও এটি কোনও আমূল পরিবর্তন নয়। তবে এটি ইঙ্গিত দেয় যে শাওমি তাদের লাইনআপের ভারসাম্য বিঘ্নিত না করে জুম-কেন্দ্রিক ফটোগ্রাফির জন্য Xiaomi 17 Pro Max মডেলকে আরও ভাল বিকল্প হিসাবে নিয়ে আসতে চাইছে। যদি এই তথ্যগুলি সঠিক হয়, তাহলে 17 Pro Max শাওমিকে তার প্রতিদ্বন্দ্বীদের থেকে কিছুটা এগিয়ে রাখবে। বিশেষত সেইসব ব্র্যান্ডের থেকে যারা তাদের ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্য হিসাবে জুম ক্ষমতাকেই প্রাধান্য দেয়।