iPhone 17 Sale: আজ 10 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও নো কস্ট ইএমআই অফার সহ নতুন আইফোন কেনার সুযোগ

গত ৯ সেপ্টেম্বর Apple লঞ্চ করেছে নতুন iPhone 17 সিরিজ। আজ অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে এই সিরিজের ফোনগুলির বিক্রি শুরু হচ্ছে। আপনি কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট থেকে এই সিরিজের বেস মডেল iPhone 17 লোভনীয় অফার সহ কিনতে পারবেন। এই প্রতিবেদনে কোন প্ল্যাটফর্মে ডিভাইসটি কি কি অফার সহ পাওয়া যাবে সে সম্পর্কে জানানো হবে। ফিচারের কথা বললে, এই হ্যান্ডসেটে পাওয়া যাবে ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও এ১৯ চিপসেট।

iPhone 17 এর ওপর সেল অফার

Apple India ওয়েবসাইটে অফার

অ্যাপল তাদের ওয়েবসাইটে iPhone 17 কেনার সময় ছয় মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এর সুবিধা দিচ্ছে। আবার ক্রেতারা আমেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

এছাড়া আপনি ‘অ্যাপল ট্রেড ইন’ পরিষেবার মাধ্যমে পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ৬৪,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এই অফার ইন-স্টোর এবং অনলাইন স্টোর উভয় জায়গায় পাওয়া যাবে।

iPhone 17 এর ওপর অন্যান্য রিটেল সাইটের অফার

– অ্যাপল ডিস্ট্রিবিউটর ইনগ্রাম মাইক্রো এর ওয়েবসাইট থেকে আইফোন ১৭ অর্ডার করলে ৬ মাসের নো কস্ট ইএমআই অপশন ও ৬,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এর পাশাপাশি উভয় প্রো মডেল এবং আইফোন এয়ার ডিভাইসগুলিও ছয় মাসের নো কস্ট ইএমআই অপশন ও ৪,০০০ টাকা ক্যাশব্যাক সহ কেনা যাবে।

– ফোন এক্সচেঞ্জ করলেও ৭,০০০ টাকা এক্সট্রা ক্যাশব্যাক মিলতে পারে। আবার এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই কার্ডের মাধ্যমে পেমেন্টে ডিসকাউন্ট পাওয়া যাবে।

– ক্রোমা থেকে iPhone 17 মডেলটি ৬,০০০ টাকা ডিসকাউন্ট সহ অর্ডার করা যাবে।

– বিজয় সেলস প্ল্যাটফর্মে iPhone 17 এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৬,০০০ টাকা ছাড়ে কেনা যাবে। এখানে iPhone Air, iPhone 17 Pro মডেল দুটিও ৪,০০০ টাকা ছাড় বিক্রি হবে।

– রিলায়েন্স ডিজিটালও iPhone 17 এর ওপর ক্যাশব্যাক অফার, ব্যাঙ্ক অফার দিচ্ছে।