Oppo K15 Turbo Pro বড় ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর সহ লঞ্চ হচ্ছে, ফাঁস গুরুত্বপূর্ণ তথ্য

গত এপ্রিল মাসে ওপ্পো চীনা বাজারে Oppo K13 Turbo সিরিজের অধীনে দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এরমধ্যে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro মডেল দুটি যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেটের সাথে এসেছিল। এবার ব্র্যান্ডটি এই সিরিজের উত্তরসূরি বাজারে আনছে। আজ এক জনপ্রিয় টিপস্টারের সৌজন্যে পরবর্তী প্রজন্মের K Turbo সিরিজের ডিসপ্লে এবং চিপসেট সর্ম্পকে জানা গেছে। এই সিরিজেও Oppo K15 Turbo ও K15 Turbo Pro হ্যান্ডসেট দুটি অন্তর্ভুক্ত থাকবে।

Oppo K14 Turbo নাকি Oppo K15 Turbo নামে আসবে

ফাঁস হওয়া তথ্য সম্পর্কে বলার আগে জানিয়ে রাখি যে, পরবর্তি K Turbo সিরিজের নাম এখনও নিশ্চিত হয়নি। তাই এই সিরিজের নাম Oppo K14 Turbo নাকি Oppo K15 Turbo হবে তা এখনও অজানা। তবে যেহেতু এশিয়ার কিছু দেশে “৪” সংখ্যাটিকে অশুভ বলে মনে করায় অনেক চীনা ব্র্যান্ড এই সংখ্যাটি এড়িয়ে যায়, তাই আমরা মনে করছি যে, আসন্ন সিরিজটি K15 Turbo নামে আসবে। যদিও ওপ্পো অতীতে Reno 14 এর ক্ষেত্রে “৪” সংখ্যাটি ব্যবহার করেছিল। তাই এই সিরিজের নাম K14 Turbo হলেও অবাক হওয়ার কিছু নেই।

Oppo K15 Turbo সিরিজের ফিচার

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি একটি উইবো পোস্টে দাবি করেছেন যে, Oppo K15 Turbo এবং K15 Turbo Pro মডেলে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে। তিনি স্ট্যান্ডার্ড মডেলে ব্যবহৃত চিপসেটের নাম প্রকাশ করেননি, তবে উল্লেখ করেছেন যে প্রো মডেলে অঘোষিত স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ (SM8845) প্রসেসর থাকবে।

এই প্রসেসরটি গত বছরের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের তুলনায় কিছুটা কম কর্মক্ষমতা প্রদান করবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, আনটুটু বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে এলিট প্রসেসরের ৩.৩ মিলিয়ন বা ৩৩ লক্ষের ওপর স্কোর ছিল। যাইহোক, আসন্ন চিপসেটটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC) ডেভেলপ করছে। এটি এন৩পি প্রক্রিয়া নির্মিত হবে।

Oppo K15 Turbo সিরিজের লঞ্চের সময়সূচী সম্পর্কে এখনই কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যদি ওপ্পো ছয় মাসের আপগ্রেড সাইকেল অনুসরণ করে, তাহলে ডিভাইসগুলি আগামী নভেম্বর মাস নাগাদ আত্মপ্রকাশ করতে পারে। তবে যদি কোম্পানি এক বছরের তফাত রাখতে চায়, তাহলে সিরিজটি ২০২৬ সালের এপ্রিলে আত্মপ্রকাশ করবে।