একাধিক কালার ও মেমোরি সহ Huawei Nova Flip S ফোল্ডেবল ফোন বাজারে আসছে

গত বছর হুয়াওয়ে তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল ফোন হিসেবে Huawei Nova Flip লঞ্চ করেছিল। এরপর কয়েক মাস আগে শোনা যায় যে কোম্পানিটি এর উত্তরসূরির ওপর কাজ শুরু করেছে। সেইমতো আজ এক নির্ভরযোগ্য টিপস্টার জানিয়েছেন যে ব্র্যান্ডটি Huawei Nova Flip S নামে একটি নতুন ডিভাইস বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। এই ফোল্ডেবল হ্যান্ডসেটটির সর্ম্পকে কি কি তথ্য এখনও পর্যন্ত সামনে এসেছে, চলুন জেনে নেওয়া যাক।

Huawei Nova Flip S ফোল্ডেবল হ্যান্ডসেট শীঘ্রই আসছে বাজারে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, Huawei Nova Flip S নামের এই ডিভাইসটি একাধিক স্টোরেজ অপশনে আসবে, এগুলি হল ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি/ ১ টিবি স্টোরেজ। আর ফোনটি একাধিক কালার অপশনেও পাওয়া যাবে – সাকুরা পিঙ্ক, জিরো হোয়াইট, স্কাই ব্লু, স্টারি ব্ল্যাক, ফেদার স্যান্ড ব্ল্যাক এবং নিউ গ্রিন।

সফটওয়্যারের ক্ষেত্রে, Huawei Nova Flip S স্মার্টফোনটি হুয়াওয়ের লেটেস্ট অপারেটিং সিস্টেম হারমনিওএস ৫.০ কাস্টম স্কিনে চলবে। প্রসঙ্গত, Huawei Nova Flip হ্যান্ডসেটে কিরিন ৮ সিরিজের চিপসেট ব্যবহার করা হয়েছে। যদিও টিপস্টার আসন্ন Flip S এর প্রসেসরের নাম জানাননি। তবে আশা করা যায় স্মুথ পারফরম্যান্সের জন্য এতে আপগ্রেড চিপসেট থাকবে। দাম প্রসঙ্গে ডিজিটাল চ্যাট স্টেশন উল্লেখ করেছেন যে, Huawei Nova Flip S প্রায় ৫,০০০ ইউয়ান (প্রায় ৬১,৯৫০ টাকা) মূল্যে লঞ্চ হতে পারে।

Huawei Nova Flip ফোনের স্পেসিফিকেশন

আপকামিং Huawei Nova Flip S মডেলের অন্যান্য স্পেসিফিকেশন এখনও জানা যায়নি। তবে এটি কেমন হতে পারে তা বর্তমান প্রজন্মের Huawei Nova Flip এর স্পেসিফিকেশন থেকে ধারণা পাওয়া যেতে পারে।

Huawei Nova Flip ফোল্ডিং ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৯৪ ইঞ্চির এলটিপিও ওলেড (LTPO OLED) ফোল্ডেবল ডিসপ্লে এবং ২.১৪ ইঞ্চির ওলেড কভার স্ক্রিন আছে। ডিভাইসটির প্রাইমারি ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। আর এর সামনের ৪কে ভিডিও রেকর্ড করতে সক্ষম ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ডিভাইসটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে স্টেরিও স্পিকার, ওয়াই-ফাই ৬ সাপোর্ট, নিয়ার ফিল্ড কমিউনিকেশন এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫ ওয়াট রিভার্স চার্জিং সহ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য এতে মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।