দেশের একমাত্র প্রিপেইড প্ল্যান, Jio কে টেক্কা দিয়ে Airtel দিচ্ছে রোজ ৪ জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা

Airtel তাদের একটি জনপ্রিয় প্রিপেইড প্ল্যানের সাথে বেশি ইন্টারনেট ডেটা দেবে বলে আজ ঘোষণা করল। গ্রাহকরা কোম্পানির ৪৪৯ টাকার প্ল্যান রিচার্জ করলে এখন আরও বেশি ডেটা পাবেন। এখন এখানে রোজ ৪ জিবি ডেটা দেওয়া হবে। ফলে এটি এই মুহূর্তে দেশের একমাত্র প্ল্যান হয়ে উঠেছে যেখানে প্রতিদিন ৪ জিবি ডেটা মিলবে। আসুন Airtel এর ৪৪৯ টাকার প্ল্যানের সুবিধা জেনে নেওয়া যাক।

Airtel এর ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে গ্রাহকরা প্রত্যহ ৪ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। অর্থাৎ এই প্ল্যানে গ্রাহকরা মোট ১১২ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। আর দাম এবং ভ্যালিডিটির ভিত্তিতে এখানে গ্রাহকদের প্রতিদিন ১৬ টাকা খরচ হবে।

প্ল্যানটির অন্যান্য সুবিধার মধ্যে আছে আনলিমিটেড 5G ডেটা, ২৮ দিনের জন্য বিনামূল্যে JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন, এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সাবস্ক্রিপশন (২২+ ওটিটি প্ল্যাটফর্ম), অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন, স্প্যাম কল/মেসেজ অ্যালার্ট এবং Perflexity Pro AI সাবস্ক্রিপশন।

Jio এর ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও তাদের ৪৪৯ টাকার প্ল্যানের সাথে ২৮ দিন ভ্যালিডিটি অফার করে। এখানে গ্রাহকরা আনলিমিটেড কলিং সহ প্রতিদিন ৩ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস পাবেন। অর্থাৎ পুরো ভ্যালিডিটি জুড়ে মোট ৮৪ জিবি ডেটা মিলবে। এই প্ল্যান রিচার্জ করলেও গ্রাহকদের রোজ ১৬ টাকা খরচ হবে।

Jio এই প্যাকের সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে দেয় আনলিমিটেড 5G ডেটা, বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন, জিওটিভি এবং জিও এআই ক্লাউড স্টোরেজ, জিও ফাইন্যান্স, জিও হোম-এর বিনামূল্যে ট্রায়াল।

Vi এর ৪৪৯ টাকার প্ল্যান

৪৪৯ টাকার প্ল্যানের সাথে ভোডাফোন আইডিয়া ২৮ দিনের ভ্যালিডিটি অফার করে। কোম্পানির তরফে গ্রাহকদের প্রতিদিন ৩ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এর অর্থ হল, পুরো ভ্যালিডিটি জুড়ে গ্রাহকরা মোট ৮৪ জিবি ডেটা পাবেন। এখানেও গ্রাহকদের দৈনিক ১৬ টাকা খরচ হবে।

Vodafone Idea এই প্ল্যানের সাথে আনলিমিটেড ৫জি ডেটা (নির্বাচিত সার্কেলে), ডেটা ডিলাইট এবং উইকএন্ড ডেটা রোলওভারের মতো অতিরিক্ত সুবিধা দেয়। এই প্ল্যানে বিনামূল্যে ভিআইএমটিভি সাবস্ক্রিপশনও মিলবে।