Vivo X300 সিরিজ 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ এই তারিখে বাজারে আসছে, জানা গেল লঞ্চের তারিখ

ভিভো অবশেষে আজ সোমবার Vivo X300 সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করল। কোম্পানি আসন্ন এই সিরিজকে তাদের বার্ষিক “ইমেজিং ফ্ল্যাগশিপ” মডেল হিসেবে অভিহিত করছে এবং প্রোমোশনাল টিজারগুলি নিশ্চিত করেছে যে এই সিরিজের স্মার্টফোনগুলির ক্যামেরা এবং ডিজাইন এবারও আকর্ষণের কেন্দ্রে থাকবে। ফোনের পাশাপাশি, কোম্পানি একই দিনে Vivo Watch GT 2, TWS 5 এবং Vivo Pad 5e ট্যাবলেটও লঞ্চ করবে বলে জানা গেছে। আসুন Vivo X300 সর্ম্পকে কি কি তথ্য এখনও অবধি সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Vivo X300 সিরিজের লঞ্চের তারিখ

Vivo X300 সিরিজ আগামী ১৩ অক্টোবর, সন্ধ্যা ৭টায় (স্থানীয় সময়) চীনে লঞ্চ হবে। ইতিমধ্যেই অফিসিয়াল টিজারগুলি ফোনগুলির সর্ম্পকে ধারণা দিয়েছে। ডিজাইনের ক্ষেত্রে ভিভো এবছর একটু ভিন্ন কিছু করতে চলেছে। Vivo X300 সিরিজটি একটি বৃত্তাকার ক্যামেরা মডিউলের সাথে আত্মপ্রকাশ করবে, যা কোম্পানির বর্ণনা অনুসারে “সাসপেন্ডেড ওয়াটার ড্রপলেট।”

Vivo X300 সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন

ক্যামেরা সিস্টেম Vivo X300 সিরিজকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। ভিভোর প্রোডাক্ট ভাইস প্রেসিডেন্ট হুয়াং তাও বলেছেন যে, Vivo X300 মডেলে ২০০ মেগাপিক্সেলের জেইস (Zeiss) সুপার প্রাইমারি ক্যামেরা থাকবে। অন্যদিকে, Vivo X300 Pro মডেলটি ৮৫ মিলিমিটারের জেইস ২০০ মেগাপিক্সেলের এপিও সুপার টেলিফোটো লেন্স সহ আসবে।

ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে, Vivo X300 Pro বিশ্বের প্রথম ৪কে ৬০ এফপিএস (4K 60fps) পোর্ট্রেট ভিডিও রেকর্ড করতে পারবে, সাথে ডুয়েল-ফোকাস ৪কে ১২০ এফপিএস (4K 120fps) ডলবি ভিশন এইচডিআর এবং ৪কে ১২০ এফপিএস ১০-বিট লগ রেকর্ডিংয়ের সুবিধাও থাকবে।

পারফরম্যান্স প্রসঙ্গে বললে, Vivo X300 সিরিজটি মিডিয়াটেকের নতুন Dimensity 9500 চিপ সহ আত্মপ্রকাশ করা প্রথম স্মার্টফোন লাইনআপ হবে। এই ডিভাইসগুলিতে ব্লুপ্রিন্ট ভি৩+ ইমেজিং চিপ, অরিজিন ওএস ৬ (OriginOS 6) অপারেটিং সিস্টেম, অ্যাপল ইকোসিস্টেমের সাথে ক্রস-ডিভাইস কানেকশন এবং ১ নিট ন্যূনতম উজ্জ্বলতা সহ বিওই কিউ১০ প্লাস (BOE Q10 Plus) ডিসপ্লে থাকবে।

সম্প্রতি সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, Vivo X300 ডুয়েল ইউএফএস ৪.১ স্টোরেজ ভ্যারিয়েন্ট, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ২.০ এবং সনি (Sony)-এর নতুন LYT828 এবং LYT602 সেন্সর অফার করবে।