Samsung Galaxy Tab A11 ট্যাবলেট 7 বছর পর্যন্ত আপডেট ও 5100mAh ব্যাটারি সহ সস্তায় লঞ্চ হল

Samsung Galaxy Tab A11 ট্যাবলেট লঞ্চ করেছে। এর দাম শুরু হয়েছে ১২,৯৯৯ টাকা থেকে। এটি দু’বছর আগের Samsung Galaxy Tab A9 এর উত্তরসূরি হিসেবে এসেছে। তবে নতুন মডেলে খুব বেশি পরিবর্তন আনেনি স্যামসাং। ট্যাবলেটটির ডিজাইন, গঠন এবং ফিচারগুলি অনেকটাই পূর্বসূরির মতোই। তবে হার্ডওয়্যারে কিছু পরিবর্তন করা হয়েছে। চলুন Samsung Galaxy Tab A11 এর স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Tab A11 এর দাম
Galaxy Tab A11 এর দাম শুরু হচ্ছে ১২,৯৯৯ টাকা থেকে। এটি চারটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। ভারতে এগুলির দাম হল –
৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ (ওয়াই-ফাই): ১২,৯৯৯ টাকা।
৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ (ওয়াই-ফাই + ৪জি এলটিই): ১৫,৯৯৯ টাকা।
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ (ওয়াই-ফাই): ১৭,৯৯৯ টাকা।
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ (ওয়াই-ফাই + ৪জি এলটিই): ২০,৯৯৯ টাকা।
লঞ্চ অফার হিসাবে, স্যামসাং নির্বাচিত কিছু ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের ১,০০০ টাকা ছাড় দেবে।
Samsung Galaxy Tab A11 এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ মডেলে ৮.৭ ইঞ্চি স্ক্রিন আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে এইচডি+ (১,৩৪০ x ৮০০ পিক্সেল) এলসিডি প্যানেল দেওয়া হয়েছে। স্যামসাং সামনের ক্যামেরাটি ২ মেগাপিক্সেল থেকে ৫ মেগাপিক্সেলে আপগ্রেড করেছে। এগুলি বাদে Samsung Galaxy Tab A11 এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি সবই পূর্বসূরির মতো।
ট্যাবটির পিছনে অটোফোকাস সহ একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত, যা ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে ফুল-এইচডি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য, Samsung Galaxy Tab A11 মডেলে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত আছে।
সফ্টওয়্যারের ক্ষেত্রে, Samsung Galaxy Tab A11 অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭.০ কাস্টম স্কিনে চলবে। স্যামসাং এতে সাত বছর পর্যন্ত ওএস আপডেট ও সিকিউরিটি প্যাচ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এর অর্থ হল এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ২২ পর্যন্ত আপডেট পাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy Tab A11 ট্যাবলেটে ১৫ ওয়াট চার্জিং সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে আছে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৩, ইউএসবি-সি এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। অন্যদিকে, এলটিই মডেলে ৪জি সাপোর্ট এবং জিএনএসএস (GNSS) পজিশনিং রয়েছে।