Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর, বন্ধ করা হল 648 টাকার জনপ্রিয় রিচার্জ প্ল্যান

Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিটি আজ তাদের জনপ্রিয় একটি আন্তর্জাতিক রোমিং প্যাক বন্ধ করে দিয়েছে। এখন থেকে Airtel পোস্টপেইড গ্রাহকরা আর ৬৪৮ টাকার এন্ট্রি-লেভেল ওয়ান-ডে আইআর প্যাকটি রিচার্জ করতে পারবেন না। ফলে গ্রাহকদের কাছে বিকল্প হিসেবে এখন কেবল ২,৯৯৯ টাকার আইআর প্যাক রয়েছে, যার ভ্যালিডিটি ১০ দিন। টেলিকমটক জানিয়েছে যে, আগামী মাসগুলিতে আরও কয়েকটি প্ল্যানে পরিবর্তন আনা হতে পারে।

Airtel বন্ধ করল ৬৪৮ টাকার আইআর প্যাক

এয়ারটেলের ৬৪৮ টাকার আইআর প্যাকে ১ জিবি হাই-স্পিড ডেটার সাথে লোকাল নম্বরে ১০০ মিনিট আউটগোয়িং এবং ইনকামিং কল, ১০টি আউটগোয়িং এসএমএস এবং আন্তর্জাতিক কলের সুবিধা ছিল। তবে এই প্ল্যানটি আর পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ নয়।

Airtel এর এন্ট্রি-লেভেল ২৯৯৯ টাকার আইআর প্যাক

একদিনের প্যাক বন্ধ করার পরে Airtel এর পোস্টপেইড ব্যবহারকারীরা ২,৯৯৯ টাকার আইআর প্যাকটি বিকল্প হিসেবে পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ১০ দিন। এই প্যাকে ১০ জিবি হাই-স্পিড ডেটার সাথে দৈনিক আউটগোয়িং এবং ইনকামিং কল, ২০টি আউটগোয়িং এসএমএস এবং প্রতি মিনিটে ৪৫ টাকায় আন্তর্জাতিক কল অন্তর্ভুক্ত রয়েছে।

Airtel আইআর ডেটা টপ-আপ প্যাক

পোস্টপেইড আইআর ডেটা টপ-আপগুলিও কোম্পানি আপডেট করেছে। ৬৯৯ টাকার টপ-আপ প্যাক, যা আগে বেস প্যাকের ভ্যালিডিটি পর্যন্ত ব্যবহার করা যেত, এখন এর ভ্যালিডিটি মাত্র ৫ দিন রাখা হয়েছে। এছাড়াও, Airtel পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য দুটি নতুন ডেটা টপ-আপ লঞ্চ করেছে করেছে। এরমধ্যে ২,৪৯৯ টাকার প্ল্যানে ১০ দিনের ভ্যালিডিটি সহ ৮ জিবি ডেটা পাওয়া যাবে। আর ১৫,০০০ টাকার প্যাকে ৩০ দিনের ভ্যালিডিটি সহ ৪০ জিবি ডেটা মিলবে।