Xiaomi 17 স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 ফ্ল্যাগশিপ প্রসেসর ও Leica ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

শাওমি আজ বৃহস্পতিবার চীনে Xiaomi 17 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে রয়েছে তিনটি মডেল – Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max। এর মধ্যে স্ট্যান্ডার্ড মডেলের দাম শুরু হয়েছে প্রায় ৫৫,০০০ টাকা থেকে। আর এই হ্যান্ডসেটে পাওয়া যাবে ওএলইডি এলটিপিও প্যানেল, স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন‌ ৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন Xiaomi 17 ফোনের সকল স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।

Xiaomi 17 এর দাম ও লভ্যতা

চীনে Xiaomi 17 ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৬,০০০ টাকা)। আর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৬০,০০০ টাকা) এবং ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬২,০০০ টাকা)। ডিভাইসটি ব্লু, ব্ল্যাক, হোয়াইট এবং পিঙ্ক কালার অপশনে এসেছে। ক্রেতারা কোম্পানির অনলাইন স্টোর থেকে এই নতুন ফোনটি অর্ডার করতে পারবেন।

Xiaomi 17 এর স্পেসিফিকেশন এবং ফিচার

শাওমি ১৭ ফোনে ১ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৩ ইঞ্চির ১.৫কে ওএলইডি ফ্ল্যাট এম১০ এলটিপিও প্যানেল আছে, যার চারধারে ১.১৮ মিলিমিটারের আল্ট্রা-স্লিম ইউনিফর্ম বেজেল উপস্থিত। স্ক্রিনটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৩,৫০০ নিট। কোম্পানি জানিয়েছে যে এতে শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস ব্যবহার করা হয়েছে, যা ১০গুণ বেশি ড্রপ রেজিস্ট্যান্ট ক্ষমতা সম্পন্ন।

পারফরম্যান্সের জন্য, Xiaomi 17 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে সর্বোচ্চ ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.১ স্টোরেজ যুক্ত রয়েছে। এতে ত্রিমাত্রিক রিং-আকৃতির কুলিং সিস্টেম উপলব্ধ, যা চিরাচরিত ভেপার চেম্বারের থেকে তিনগুণ ভালো পারফরম্যান্স অফার করে। হেভি গেমিং এবং উচ্চ-তাপমাত্রার পরিবেশেও এটি শীতল এবং স্থিতিশীলভাবে চলবে বলে দাবি করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 17 হ্যান্ডসেটে লাইকা টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার এফ/১.৬৭ এবং ফোকাল লেন্থ ২৩ মিমি। এর সাথে ৫০ মেগাপিক্সেল (এফ/২.০) টেলিফটো লেন্স এবং ১০২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল (এফ/২.৪) আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর যুক্ত রয়েছে। আর এর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে, যার অ্যাপারচার এফ/২.২ এবং ফিল্ড অফ ভিউ ৯০ ডিগ্রি।

Xiaomi 17 এর রিয়ার ক্যামেরাগুলি ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে ৮কে পর্যন্ত ভিডিও এবং ৬০ এফপিএস হারে ৪কে পর্যন্ত রেজোলিউশনের ভিডিও রেকর্ড করতে সক্ষম।পাওয়ার ব্যাকআপের জন্য লেটেস্ট এই ফ্ল্যাগশিপ মডেলে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট শাওমি সার্জ ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট শাওমি সার্জ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ডিভাইসটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪ সাপোর্ট, ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-সি পোর্ট। শাওমি জানিয়েছে ফোনটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটিংপ্রাপ্ত।