Flipkart বিগ বিলিয়ন ডেজ ও Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে সেরা অফার, বাঁচান 1.40 লাখ টাকা পর্যন্ত

২৩শে সেপ্টেম্বর থেকে সকল ক্রেতাদের জন্য শুরু হয়েছে Amazon Great Indian Festival Sale এবং Flipkart Big Billion Days Sale। সেল চলাকালীন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের উপর ক্রেতারা বাম্পার ডিসকাউন্ট পাবেন। জিএসটি হ্রাস, ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের লাভ উঠিয়ে হাজার হাজার টাকা সাশ্রয় করা যাবে। উভয় সেলেই বিভিন্ন ব্যাঙ্কের কার্ডে অফার পাওয়া যাচ্ছে। আসুন এই ব্যাঙ্ক কার্ড অফারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Amazon Great Indian Festival Sale
Amazon এই সেলের জন্য এসবিআই এর সাথে হাত মিলিয়েছে। এর অর্থ আপনি যদি এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন, তাহলে আপনি সর্বাধিক ছাড় পাবেন।
SBI ডেবিট কার্ড
যদি আপনার কাছে এসবিআই ডেবিট কার্ড থাকে, তাহলে আপনি প্রোডাক্ট কেনার সময় ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত) পেতে পারেন। সেল চলাকালীন ক্রেতাদের ৭,০০০ টাকা পর্যন্ত বোনাস ছাড়ও দেওয়া হচ্ছে। এই অফারটি একটি একটি কার্ডে ১৬ বার পাওয়া যাবে। যদি উভয়ই নেওয়া হয়, তাহলে মোট ১,৩৬,০০০ টাকা সাশ্রয় করা যাবে।
তবে মনে রাখবেন যে বিভিন্ন শ্রেণীর প্রোডাক্টে ছাড়ের পরিমাণ বিভিন্ন হবে। যেমন মোবাইল ফোনে সর্বোচ্চ ১,০০০ টাকা, গ্রোসারিতে ৩০০ টাকা এবং অন্যান্য শ্রেণীর প্রোডাক্টে ১,৫০০ টাকা ডিসকাউন্ট থাকবে।
SBI ক্রেডিট কার্ড
যদি আপনার একটি এসবিআই ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি ১০% তাৎক্ষণিক ছাড় (সর্বোচ্চ ₹১,৭৫০ পর্যন্ত) পেতে পারেন। সেলের সময় ক্রেতাদের ৭,০০০ পর্যন্ত বোনাস ছাড়ও দেওয়া হচ্ছে। এই অফারটি একটি কার্ডে ১৬ বার নেওয়া যেতে পারে।
এক্ষেত্রে মোবাইল ফোনে ১,২৫০ টাকা, গ্রোসারিতে ৩০০ টাকা এবং অন্যান্য প্রোডাক্টে ১,৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মনে রাখবেন যে এই ছাড় লেনদেনের মূল্যের উপর নির্ভর করবে।
তাছাড়া, Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে ক্যাশব্যাক পাওয়া যাবে। এই কার্ড দিয়ে কেনাকাটা করলে আপনি ৫% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
Flipkart Big Billion Days Sale
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনাকাটায় সর্বোচ্চ ডিসকাউন্ট পাওয়া যাবে।
আপনি যদি আইসিআইসিআই বা অ্যাক্সিস ব্যাঙ্কের (ক্রেডিট কার্ড/ক্রেডিট কার্ড EMI লেনদেন) কার্ড দিয়ে কেনাকাটা করেন, তাহলে আপনি ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ১,৭৫০ টাকা পর্যন্ত) পেতে পারেন।
ফ্লিপকার্টে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রোসারি জিনিসপত্রের উপর ২৫০ টাকা, ফ্যাশন প্রোডাক্টের উপর ১,২৫০ টাকা, মোবাইলের উপর ১,৫০০ টাকা এবং অন্যান্য বিভাগে ১,৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। প্রতিটি কার্ডে সর্বোচ্চ সাশ্রয় হবে ১,৭৫০ টাকা। মনে রাখবেন যে এই ছাড় লেনদেনের মূল্যের উপর নির্ভর করবে।
এই কার্ডগুলিতে বোনাস অফারও পাওয়া যাচ্ছে
ফ্লিপকার্ট জানিয়েছে, সমস্ত বিভাগে ২৪,৯৯৯ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটায় অতিরিক্ত ৫০০ টাকা ছাড়, ৩৯,৯৯০ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটায় অতিরিক্ত ১,০০০ টাকা এবং ৬৯,৯৯০ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটায় অতিরিক্ত ২,৫০০ ছাড় পাওয়া যাবে।