Vodafone Idea গ্রাহকদের বড় ধাক্কা, ভ্যালিডিটি কমলো 98 টাকার রিচার্জ প্ল্যানের

Airtel এর পর ভোডাফোন আইডিয়া (Vi) তাদের একটি প্রিপেইড প্ল্যানের সুবিধা কমানোর সিদ্ধান্ত নিল। এরফলে সাশ্রয়ী মূল্যের মোবাইল প্ল্যান ব্যবহারকারীরা বিপদে পড়বে। কারণ আলোচ্য এই প্ল্যানের দাম ১০০ টাকার কম। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি ৯৮ টাকার Vodafone Idea এর সবচেয়ে সস্তা প্ল্যান সম্পর্কে, যেখানে সামান্য ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। তবে Vi এখন এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে।

Vodafone Idea এর ৯৮ টাকার প্ল্যানে পরিবর্তন

Vi এর ৯৮ টাকার প্রিপেইড প্ল্যানের সাথে আগে ১৪ দিনের ভ্যালিডিটি অফার করা হত। তবে এখন তা কমিয়ে ১০ দিন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের একমাস সিম সচল রাখতে এখন তিনবার রিচার্জ করতে হবে।

Vi এর ৯৮ টাকার প্ল্যানের সুবিধা

আগেই বলেছি যে ভোডাফোন আইডিয়ার ৯৮ টাকার প্রিপেইড প্ল্যানে এখন মাত্র ১০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এক্ষেত্রে পুরো মাসের জন্য তিনবার প্ল্যানটি রিচার্জ করতে হবে এবং এরজন্য মোট ২৯৪ টাকা খরচ করতে হবে।

এই প্ল্যানে গ্রাহকরা ২০০ এমবি ডেটা পাবেন, যার পরে ৫০ পয়সা/এমবি হারে ডেটা ব্যবহারের জন্য চার্জ করা হবে। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও আছে। তবে গ্রাহকরা কোনো আউটগোয়িং SMS পাবে না। এটি Vi এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান এবং প্রায় সব সার্কেলের গ্রাহকরা রিচার্জ করতে পারবে।

২০০ টাকার কম দামের Vi প্ল্যান

Vi এর ১৫৫ টাকার প্ল্যান: এই প্রিপেইড প্যাকে ব্যবহারকারীরা ১ জিবি ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং মোট ৩০০টি SMS পাবেন। এর ভ্যালিডিটি ২০ দিন।

Vi এর ১৭৯ টাকার প্ল্যান: এই প্যাকে ১ জিবি ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ৩০০টি SMS পাওয়া যাবে। এর ভ্যালিডিটি ২৪ দিন।

Vi এর ১৮৯ টাকার প্ল্যান: ব্যবহারকারীরা এখানে ২৬ দিনের জন্য মোট ১ জিবি ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ৩০০টি SMS পাবেন।