Smartphone: বাজেট 7000 টাকা হলে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 জিবি পর্যন্ত র্যামের সেরা স্মার্টফোন দেখে নিন

আপনার বাজেট যদি ৭,০০০ টাকার কম হয় এবং আপনি এই রেঞ্জে দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং ৮ জিবি পর্যন্ত র্যাম সহ কোনো স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে সস্তায় বিক্রি হওয়া Lava ও Itel এর কয়েকটি বাজেট ফ্রেন্ডলি ফোন সম্পর্কে আলোচনা করবো। প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি হ্যান্ডসেটের দাম ৭,০০০ টাকার কম। এগুলির সাথে সেলে লোভনীয় অফার দেওয়া হচ্ছে।
৭ হাজার টাকার কমে মোবাইল ফোন
Itel Zeno 20
আইটেল জেনো ২০ ডিভাইসে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এই ফোনটি অ্যামাজন ফেস্টিভ্যাল সেলে ৫,৭৯৯ টাকায় বিক্রির হচ্ছে। ইউনিসক টি৭১০০ চিপসেট দ্বারা চালিত এই হ্যান্ডসেটটি তিন বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরম্যান্স দেবে বলে দাবি করা হয়েছে। এতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
Itel A80
Itel A80 স্মার্টফোনে আছে ডায়নামিক বার সহ ৬.৬৭ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে। এতে ৮ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে। এটি তিন বছর ধরে ল্যাগ ফ্রি পারফরম্যান্স দেবে বলে কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে। Itel A80 মডেলে ৫০ মেগাপিক্সেল সুপার এইচডিআর ক্যামেরা উপস্থিত। এই ফোনটি Amazon এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
Lava Bold N1 Pro
Lava Bold N1 Pro স্মার্টফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল AI প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটি ৬,৫৯৯ টাকায় কেনা যাবে।
Lava Bold N1
Lava Bold N1 হ্যান্ডসেটের ফিচারের মধ্যে রয়েছে ৬.৭৫ ইঞ্চি ৯০ হার্টজ ডিসপ্লে, ইউনিসক SC9863A প্রসেসর, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অ্যামাজনের সেলে স্মার্টফোনটি ৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে।