Realme GT 8 Pro হবে ভারতের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর চালিত ফোন

গতকাল শাওমি চীনে Xiaomi 17 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের ডিভাইসগুলি বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে বাজারে পা রেখেছে। এছাড়া Honor Magic 8 সিরিজ, iQOO 15, Realme GT 8 Pro, OnePlus 15, ZTE Nubia Z80 Ultra এবং Red Magic 11 Pro সহ আরও বেশ কিছু ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট শীঘ্রই এই প্রসেসর সহ আগামী মাসে চীনে লঞ্চ হতে চলেছে বলে জানা গেছে। তবে আজ রিয়েলমি ইন্ডিয়ার তরফে একটি পোস্টার শেয়ার করে ইঙ্গিত দেওয়া হয়েছে যে Realme GT 8 Pro মডেলটি ভারতের প্রথম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর চালিত ফোন হবে।

Realme GT 8 Pro ভারতে আসছে খুব শীঘ্রই

রিয়েলমি ইন্ডিয়ার এক্স পোস্ট থেকে জানা গেছে, Realme GT 8 Pro ভারতের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর চালিত ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে। পোস্টারে দেখা গেছে যে ডিভাইসটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ৪০ লক্ষেরও বেশি স্কোর অর্জন করতে সক্ষম হয়েছে। যদিও কোম্পানিটি এই আপকামিং ডিভাইস সম্পর্কে আর কিছুই প্রকাশ করেনি। তবে একাধিক রিপোর্ট থেকে এর সম্পর্কে অনেক তথ্য সামনে এসেছে।

Realme GT 8 Pro এর অন্যান্য ফিচার

রিপোর্ট থেকে জানা গেছে যে, Realme GT 8 Pro এর চীনা ভ্যারিয়েন্টের মডেল নম্বর হবে RMX5200। আর এর গ্লোবাল ভার্সনের মডেল নম্বর হল RMX5210। সম্প্রতি ফোনটির চীনা ভার্সন চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্ম থেকে ছাড়পত্র পেয়েছে। এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে সার্টিফিকেশন সাইট থেকে সামনে এসেছে।

এদিকে, রিয়েলমির চীনা শাখা সম্প্রতি নিশ্চিত করেছে যে, Realme GT 8 Pro ফোনে ২কে অ্যামোলেড (2K AMOLED) স্ক্রিন দেওয়া হবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৭,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই হ্যান্ডসেটে বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, তবে এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে কিনা তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

এছাড়া, Realme GT 8 Pro মডেলের আরেকটি প্রধান আকর্ষণ হবে এর ৩x অপটিক্যাল জুম এবং ১২x লসলেস জুম সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এগুলি বাদে, ডিভাইসটির অন্যান্য স্পেসিফিকেশন এখনও অজানা। তবে, এর গ্লোবাল ভার্সনটিকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ, ১৬ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬ সহ দেখা গেছে।