Samsung Galaxy A57 5G লঞ্চের আগে উপস্থিত হল IMEI সাইটে, ডুয়েল সিম সহ থাকবে Exynos 1680 প্রসেসর

গত মার্চ মাসে ভারতে পা রেখেছিল Samsung Galaxy A56 5G। এবার এর উত্তরসূরি হিসেবে Samsung Galaxy A57 5G বাজারে আসতে চলেছে। যদিও ফোনটি ২০২৬ সালের আগে লঞ্চ হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ ডিভাইসটি আসতে এখনও কয়েকমাস বাকি আছে। তবে ইতিমধ্যেই অনলাইনে Samsung Galaxy A57 সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হতে শুরু করেছে। এমনকি Samsung Galaxy A57 5G কে আজ আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে। এটি বিদ্যমান মডেলের তুলনায় কয়েকটি উল্লেখযোগ্য হার্ডওয়্যার আপগ্রেড সহ আসবে বলে আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে এতে কোম্পানির ইন-হাউস এক্সিনস ১৬৮০ চিপসেট ব্যবহার করা হবে।

Samsung Galaxy A57 5G ফোনটিকে দেখা গেল IMEI ডেটাবেসে

টিপস্টার ইরানচান ইলমাজ তার সাম্প্রতিক এক্স পোস্টে দাবি করেছেন যে, SM-A576B/DS মডেল নম্বর সহ Samsung Galaxy A57 5G স্মার্টফোনটি আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছে। মডেল নম্বর থেকে বোঝা যাচ্ছে যে হ্যান্ডসেটটি ডুয়েল সিম সাপোর্ট সহ আসবে।

Samsung Galaxy A57 5G মডেলে থাকবে এক্সিনস ১৬৮০ প্রসেসর

পূর্ববর্তী একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Samsung Galaxy A57 5G মডেলে স্যামসাংয়ের এক্সিনস ১৬৮০ প্রসেসর দেওয়া হবে। এই চিপে এএমডি এর আর্কিটেকচারের ওপর ভিত্তি করে Xclipse 550 জিপিইউ থাকবে বলে আশা করা হচ্ছে। প্রসেসরটি Samsung Galaxy A56 5G ফোনে ব্যবহৃত এক্সিনস ১৫৮০ চিপসেটের দ্বিগুণ শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

এর পাশাপাশি, Samsung Galaxy A57 5G হ্যান্ডসেটে উন্নত ক্যামেরা সিস্টেমও থাকবে বলে শোনা যাচ্ছে, যদিও এই মুহূর্তে হ্যান্ডসেটটি সর্ম্পকে বিস্তারিত তথ্য উপলব্ধ নেই। জানিয়ে রাখি, Samsung Galaxy A56 5G ফোনের রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। আর ডিভাইসের সামনে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Samsung Galaxy A56 5G এর অন্যান্য ফিচার

অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলা স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং পাওয়া যাবে।