OnePlus 15 হবে কোম্পানির প্রথম Snapdragon 8 Elite Gen 5 চালিত প্রথম ফোন, ডিজাইনে থাকবে বড় পরিবর্তন

OnePlus 13-এর উত্তরসূরি হিসেবে OnePlus 15 স্মার্টফোনটি অক্টোবরে বাজারে আসতে চলেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ডিভাইসটিকে নিয়ে প্রযুক্তি মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। আর আজ (২৬ সেপ্টেম্বর) ভারতে অনুষ্ঠিত স্ন্যাপড্রাগন সামিট গ্লোবাল হাইলাইটস (Snapdragon Summit Global Highlights) মিট ইভেন্টে হ্যান্ডসেটটিকে জনসমক্ষে প্রদর্শন করা হয়েছে। ওয়ানপ্লাস ইন্ডিয়া-এর সিইও রবিন লিউ মঞ্চে এসে আসন্ন OnePlus 15 সর্ম্পকে আভাস দিয়েছেন। জল্পনা চলছিল যে ফোনটির ডিজাইনে পরিবর্তন আনা হবে। আজ কোম্পানির তরফেও সেটি নিশ্চিত করা হয়েছে। হ্যান্ডসেটটি রিডিজাইন করা রিয়ার প্যানেল সহ আসবে।

OnePlus 15 হবে কোম্পানির প্রথম Snapdragon 8 Elite Gen 5 চিপ‌ চালিত ফোন

আজকের স্ন্যাপড্রাগন সামিট গ্লোবাল হাইলাইটস ইভেন্টে OnePlus 15 ফোনটিকে আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়েছে। এটিকে হোয়াইট কালার অপশনে দেখানো হয়েছে। এতে OnePlus 13s এর মতো ব্যাক প্যানেল থাকবে। প্যানেলটির ওপরের-বাম কোণে আয়তক্ষেত্রাকার মডিউল দেখা যাবে। যদিও ওয়ানপ্লাস ইন্ডিয়ার সিইও হ্যান্ডসেট সম্পর্কে কোনও বিবরণ প্রকাশ করেননি, তবে ইতিমধ্যেই অফিসিয়াল টিজার এবং কিছু রিপোর্টের সৌজন্যে এর সম্ভাব্য বিস্তারিত জানা গেছে।

ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ মোবাইল চিপসেট, যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৩ ন্যানোমিটার এন৩পি (N3P) প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রসেসরটির ৬৪ বিট আর্কিটেকচার রয়েছে এবং পূর্ববর্তী প্রজন্মের তুলনায় এটি কর্মক্ষমতার দিক থেকে ২৩ শতাংশ পর্যন্ত উন্নতি এবং ২০ শতাংশ ভাল এফিসিয়েন্সি প্রদান করবে বলে দাবি করা হয়েছে।

OnePlus 15 স্মার্টফোনটি Xiaomi 17 সিরিজ, Honor Magic 8 সিরিজ এবং Realme GT 8 Pro এর মতো স্মার্টফোনের সাথে যোগ দেবে, যেগুলিতেও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট পাওয়া যাবে।

OnePlus 15 এর অন্যান্য স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১৫ ফোনটি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে, যা পূর্ববর্তী মডেলগুলির ১২০ হার্টজ প্যানেল থেকে উল্লেখযোগ্য আপগ্রেড। এটি গেমিং চলাকালীন হাই ফ্রেমরেট অফার করবে, এমনকি কিছু গেম ১৬৫ ফ্রেম প্রতি সেকেন্ডে চলবে। এছাড়া হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে।

OnePlus 15-এর লঞ্চ যত কাছাকাছি আসবে ততই এর সর্ম্পকে আরও তথ্য সামনে আসবে বলে আমরা আশা করতে পারি। কোম্পানিটি আজ চীনে অনুষ্ঠিত ওয়ানপ্লাস গেমিং কনফারেন্স ২০২৫-এ আসন্ন ফোনটির বিষয়ে আরও কিছু তথ্য প্রকাশ করতে পারে।