Poco F8 Ultra ফোনের স্পেসিফিকেশন ফাঁস, থাকবে 7000mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপ

গত মার্চ মাসে পোকো তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে গ্লোবাল মার্কেটে Poco F7 Ultra হ্যান্ডসেটটি লঞ্চ করেছিল। এবার শাওমির সাব-ব্র্যান্ডটি তাদের পরবর্তী মডেল Poco F8 Ultra লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই হ্যান্ডসেটের মূল স্পেসিফিকেশনগুলি অনলাইনে ইতিমধ্যেই ফাঁস হয়েছে। জানা গেছে এতে ব্যাটারি এবং চিপসেটের ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যাবে। এর পাশাপাশি এক টিপস্টার জানিয়েছেন যে ফোনটিকে শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হতে পারে।
Poco F8 Ultra ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার (সম্ভাব্য)
টিপস্টার দেবায়ন রায় এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে করে আসন্ন Poco F8 Ultra ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ফিচার শেয়ার করেছেন। তার দাবি, এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে, যা গত ২৪ সেপ্টেম্বর স্ন্যাপড্রাগন সামিট ২০২৫ ইভেন্টের সময় লঞ্চ করা হয়েছিল। যদি এই তথ্যটি সঠিক হয়, তাহলে ফোনটি Xiaomi, Vivo, Oppo এবং OnePlus এর মতো ব্র্যান্ডের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির পথ অনুসরণ করবে।
তিনি আরও বলেছেন যে, Poco F8 Ultra হ্যান্ডসেটে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা এর পূর্বসূরিতে থাকা ৫,৩০০ এমএএইচ ব্যাটারির তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড হবে। এতে ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। হ্যান্ডসেটটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকবে বলে জানা গেছে। এতে ১.৫কে বা ২কে রেজোলিউশনের এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত হতে পারে।
এই পোকো স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি, এই মডিউলে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর থাকতে পারে। এর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। যেখানে পূর্বসূরি মডেলে কেবল ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল।
শোনা যাচ্ছে যে, Poco F8 Ultra ডিভাইসে সিকিউরিটির জন্য আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। এই হ্যান্ডসেটে উন্নত স্পিকার এবং হ্যাপটিক্সও থাকতে পারে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটি আইপি৬৯ রেটিংপ্রাপ্ত বিল্ড অফার করবে বলে জানা গেছে।
Poco F7 Ultra ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
Poco F8 Ultra ডিভাইসটি এবছরের Poco F7 Ultra-এর উত্তরসূরি মডেল হবে, যা মার্চ মাসে বিশ্ববাজারে এসেছিল। স্পেসিফিকেশন সর্ম্পকে বললে, Poco F7 Ultra হ্যান্ডসেটে ৬.৬৭ ইঞ্চির ডব্লিউকিউএইচডি+ ফ্লো অ্যামোলেড স্ক্রিন আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এর চীনা ভার্সনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ প্রসেসর। এই ফোনে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।