Vivo ও iQOO ফোনে এবার OriginOS 6 অপারেটিং সিস্টেম, 15 অক্টোবর লঞ্চ হচ্ছে

ভিভো গতকাল ঘোষণা করেছে যে অক্টোবরের মাঝামাঝি সময়ে তারা অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ইউজার ইন্টারফেসে Origin OS 6 লঞ্চ করবে। কয়েকদিন আগে আইকো ইন্ডিয়ার (iQOO India) সিইও নিপুণ মারিয়া ঘোষণা করেছিলেন যে ভারতে কোম্পানির স্মার্টফোনগুলিতে Funtouch OS 15-এর পরিবর্তে শীঘ্রই নতুন ইউজার ইন্টারফেস আসবে। চীনে Vivo এবং iQOO উভয় স্মার্টফোনেই Origin OS স্কিন ব্যবহার করা হয়। ২০২০ সালে এই কাস্টম স্কিন চালু হওয়ার পরও ভারত এবং অন্যান্য বাজারের হ্যান্ডসেটগুলিতে পুরানো Funtouch OS ইন্টারফেস ব্যবহার চালিয়ে যায় ব্র্যান্ডটি। নতুন অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক Origin OS 6 কাস্টম স্কিন ডিজাইনে বড় ধরনের পরিবর্তন এবং স্মুথ পারফরম্যান্স অফার করবে বলে আশা করা হচ্ছে।
Origin OS 6 লঞ্চ হবে অক্টোবরের মাঝামাঝি
কোম্পানির প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ভিভো আগামী ১৫ অক্টোবর তাদের নতুন অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক Origin OS 6 কাস্টম স্কিনটি লঞ্চ করবে। এর পাশাপাশি আইকো ইন্ডিয়ার প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিজিএম শঙ্কর সিং কোম্পানির ওয়েবসাইটে একটি কমিউনিটি পোস্টে ঘোষণা করেছেন যে, ডেভেলপারদের জন্য Origin OS 6-এর বিটা ভার্সন শীঘ্রই প্রকাশ করা হবে। এটি কোম্পানিকে রিডিজাইন করা ইউজার ইন্টারফেসটির সম্পর্কে ফিডব্যাক পেতে সাহায্য করবে এবং এর পাশাপাশি এটি সবার জন্য লঞ্চ করার আগে বাগ এবং অন্যান্য সমস্যা সমাধানেরও সুযোগ দেবে।
ভিভো সাব-ব্র্যান্ডের আধিকারিক আরও দাবি করেছেন যে, অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক Origin OS 6 আপডেটটি “স্মুথ, স্মার্ট এবং আরও পার্সোনালাইজড” অভিজ্ঞতা প্রদান করবে। এটি ইঙ্গিত দেয় যে, আসন্ন ইউজার ইন্টারফেসটি বেশ কয়েকটি রিডিজাইন করা উপাদান, নতুন ফিচার এবং ইউজার ইন্টারফেসের ফ্লুইডিটির দিক থেকে উন্নতি নিয়ে আসবে।
Vivo X300 সিরিজে প্রথমবার দেখা যাবে Origin OS 6
ভিভো সম্প্রতি নিশ্চিত করেছে যে, আসন্ন Vivo X300 Pro এবং Vivo X300 হবে প্রথম স্মার্টফোন, যা অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক Origin OS 6 ইউজার ইন্টারফেসে চলবে। টেক ব্র্যান্ডটি আরও নিশ্চিত করেছে যে, Origin OS 6 এর ফিচার এবং রিডিজাইন করা উপাদানগুলি প্রথমবারের জন্য আগামী ১০ অক্টোবর চীনে প্রদর্শিত হবে।