Realme 15x 5G আগামীকাল 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে

Realme 15 সিরিজের তৃতীয় মডেল হিসাবে সম্প্রতি বাজারে এসেছে Realme 15T। এখন আবার ব্র্যান্ডটি এই সিরিজে নতুন একটি মডেল যুক্ত করতে চলেছে। রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের পেজ অনুসারে, Realme 15x 5G নামে এই ফোনটি আগামী ১ অক্টোবর লঞ্চ হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে ডিভাইসটি একই দিন থেকে কেনার জন্যও উপলব্ধ হবে। আসুন হ্যান্ডসেটটির উল্লেখযোগ্য ফিচারগুলি সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Realme 15x এর ডিজাইন এবং স্পেসিফিকেশন
Realme 15x 5G ফোনে একটি পাঞ্চ-হোল স্ক্রিন আছে এবং এর পিছনের ক্যামেরা আইল্যান্ডে রিং এলইডি (LED) ফ্ল্যাশ উপস্থিত। অফিসিয়াল লিস্টিং নিশ্চিত করেছে যে, এই ডিভাইসে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে
ফটোগ্রাফির জন্য, Realme 15x 5G মডেলে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে এবং এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। আর স্মার্টফোনের সামনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা হবে ১,২০০ নিট।
অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে
Realme 15x 5G ফোনটি ৬ ন্যানোমিটার অক্টা-কোর চিপ দ্বারা চালিত হবে। যদিও এটি একটি মিডিয়াটেক প্রসেসর হবে বলে মনে করা হচ্ছে, তবে চিপের সঠিক নাম এখনও জানা যায়নি। এদিকে ডিভাইসটি মিলিটারি-গ্রেড শক-প্রতিরোধী চ্যাসিস সহ আসবে বলে জানা গেছে এবং এটি আইপি৬৮/৬৯ (IP68/69) রেটিংও প্রাপ্ত হবে। তবে, এর বাকি স্পেসিফিকেশনগুলি এখনও অপ্রকাশিত রয়েছে।