Amazon Great Indian Festival সেলে সস্তায় পাওয়া যাচ্ছে Lava Bold N1 5G, কিনুন মাত্র ৬৩০০ টাকায়

যদি আপনি এই মুহূর্তে নতুন ফোন কিনতে চান, তাহলে আপনার সেরা ঠিকানা হওয়া উচিত অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon। এই ই-কমার্স সাইটে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। আর এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের 5G স্মার্টফোন সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। তবে আমরা অন্য ফোন নয়, এই প্রতিবেদনে Lava Bold N1 5G এর সাথে পাওয়া অফারগুলি সম্পর্কে বলবো। অ্যামাজনের পুজো সেলে ডিভাইসটি আপনি ৬,৫০০ টাকার কম দামে অর্ডার করতে পারবেন।

Lava Bold N1 5G হ্যান্ডসেটে সমস্ত ভারতীয় টেলিকম কোম্পানির 5G নেটওয়ার্ক সাপোর্ট করে এবং এটি আইপি৫৪ ডাস্ট এবং স্প্ল্যাশ প্রতিরোধ রেটিং সহ এসেছে। এছাড়া এতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ইউনিসক প্রসেসর।

Lava Bold N1 5G বিশেষ ছাড়ে কিনুন

Lava Bold N1 5G এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে ৬,৯৯৯ টাকায় এখন তালিকাভুক্ত। তবে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতারা পাবেন ৬৯৯ টাকা ছাড়। ফলে আপনি এটি ৬,৩০০ টাকায় বাড়ি নিয়ে আসার সুযোগ পাবেন। ফোনটির সাথে ইএমআই অপশনের সুবিধা আছে।

আবার যারা লাভা বোল্ড এন১ ৫জি কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করবেন তারা ডিভাইসের মডেল এবং অবস্থার উপর নির্ভর করে সর্বোচ্চ ৬,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। স্মার্টফোনটি সোনালী এবং নীল রঙে এসেছে।

Lava Bold N1 5G স্পেসিফিকেশন ও ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে, Bold N1 5G হ্যান্ডসেটের সামনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে। ভালো পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭৬৫ প্রসেসর এবং এই চিপসেট সহ ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ৩৮০,০০০+ স্কোর করেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ১৩ মেগাপিক্সেল AI ক্যামেরা পাওয়া যাবে, এই ক্যামেরা ৪কে ভিডিও রেকর্ড করতে পারে।