Arattai App: ভারতের WhatsApp বিকল্প, এন্ড টু এন্ড এনক্রিপশন সহ Zoho আনলো নতুন মেসেজিং অ্যাপ

মেসেজিং জগতে নতুন অধ্যায়ের সূচনা করল ভারতের Arattai অ্যাপ। বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশবাসীকে চেন্নাই-ভিত্তিক জোহো কর্পোরেশন (Zoho Corporation) দ্বারা তৈরি এই স্বদেশী মেসেজিং অ্যাপটি ব্যবহার করার জন্য উৎসাহিত করেন। এরপর অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরের ট্রেন্ডিং সেকশনে দেখা যায় WhatsApp এর এই ভারতীয় বিকল্পকে।ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার্থে Arattai অ্যাপে ইতিমধ্যেই এন্ড টু এন্ড এনক্রিপশন যুক্ত করা হয়েছে।

Arattai অ্যাপ বিনামূল্যে, সহজে ও নিরাপদে ব্যবহার করা যাবে

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন যে Arattai হল ” বিনামূল্যে, সহজে ব্যবহারযোগ্য এবং নিরাপদ” অ্যাপ। এটি একটি ভারতীয় অ্যাপ্লিকেশন। একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বদেশী অভিযানের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে বন্ধু, পরিবার এবং সহকর্মীদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত থাকা যাবে।

Arattai অ্যাপের ফিচার ও সুবিধা

আরাতাই কথার অর্থ তামিল ভাষায় “ক্যাজুয়াল চ্যাট”। এর মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ, ছবি, ভিডিও এবং ডকুমেন্ট পাঠাতে পারবেন। আবার হোয়াটসঅ্যাপের মতো ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন এবং স্টোরি পোস্ট করতে পারবেন। এমনকি টেলিগ্রাম (Telegram) এর মতো চ্যানেলও বানানো যাবে।

Arattai অ্যাপে মেসেজ ও কলের জন্য আছে এন্ড টু এন্ড এনক্রিপশন

ব্যবহারকারীদের গোপনীয়তার কথা মাথায় রেখে Arattai অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজ ও কল সুবিধা আছে। ফলে মেসেজ, ভয়েস এবং ভিডিও কলে নজরদারি চালানোর ভয় নেই। Zoho জানিয়েছে, তারা বিশ্বব্যাপী অধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপগুলির ভারতীয় বিকল্প হিসেবে Arattai কে নিয়ে এসেছে।

Arattai ভারতে WhatsApp কে কি চ্যালেঞ্জ জানাতে পারবে?

অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় আরাতাই কে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে দাবি করেছে। যদিও সদ্য বাজারে আসার কারণে নতুন এই অ্যাপে এখনও অনেক সুবিধা নেই। আর আরাতাই এর অফিসিয়াল ওয়েবসাইটে মেসেজ ও কলের ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার থাকার কথা বলা হলেও, এখনও মেসেজের ক্ষেতে এই সুবিধা পাওয়া যাচ্ছে না বলে ব্যবহারকারীরা জানিয়েছে। ফলে আরাতাই কে এখনই হোয়াটসঅ্যাপের বিকল্প বলা যায় না।