Samsung Galaxy Tab A11+ বড় ডিসপ্লে ও 7040mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

গতকাল গ্লোবাল মার্কেটে Samsung Galaxy Tab A11-এর পাশাপাশি Samsung Galaxy Tab A11+ ট্যাবলেটটি লঞ্চ হয়েছে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১১ ইঞ্চি ডিসপ্লে এবং ওয়ান ইউআই ৮.০ ইন্টারফেস আছে। আবার Samsung Galaxy Tab A11 এর মতোই, Samsung Galaxy Tab A11+ দুটি কালার অপশনে এসেছে। প্লাস মডেলে ৭,০৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে ডিইএক্স (DeX) মোড সাপোর্ট করে। আসুন Samsung Galaxy Tab A11+ ট্যাবের দাম এবং স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Tab A11+ এর দাম এবং উপলব্ধতা
স্যামসাং ফ্রান্সে Samsung Galaxy Tab A11+ ও Samsung Galaxy Tab A11 লঞ্চ করেছে। এবছরের শেষের দিকে Galaxy Tab A11+ মডেলটির বিক্রি শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং সেইসময়ই এর দামও জানানো হবে বলে আশা করা হচ্ছে। এটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন এবং গ্রে ও সিলভার কালার অপশনে পাওয়া যাবে।
এদিকে, Samsung Galaxy Tab A11 ইতিমধ্যেই ভারত সহ বেশ কয়েকটি বাজারে পাওয়া যাচ্ছে। এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি ওয়াই-ফাই-ওনলি ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা, যেখানে সেলুলার মডেলের মূল্য ১৫,৯৯৯ টাকা।
Samsung Galaxy Tab A11+ এর স্পেসিফিকেশন
Samsung Galaxy Tab A11+ ট্যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১১ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ইন-হাউস ওয়ান ইউআই ৮ ইন্টারফেসে চলে এবং এতে গুগল জেমিনি পরিষেবা পাওয়া যাবে। এতে সাত বছর ধরে ওএস আপডেট এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে কোম্পানি নিশ্চিত করেছে।
Samsung Galaxy Tab A11+ ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে, যা মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। অডিওর জন্য, ট্যাবলেটে ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাউন্ড রয়েছে এবং এটি অডিও জ্যাকের সাথে এসেছে।
স্যামসাংয়ের এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটে ডিইএক্স (DeX) মোড সাপোর্ট করে, যা ইউজারদের এটিকে একটি কম্প্যাটিবল মনিটর বা টিভির সাথে সংযুক্ত করতে দেয়। আবার এর হাথে কীবোর্ড এবং মাউস যুক্ত করা যাবে। ট্যাবটি স্যামসাং নোটস (Samsung Notes) ফিচারও অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy Tab A11+ ট্যাবলেটে বিশাল ৭,০৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
কোম্পানি আনুষ্ঠানিকভাবে Samsung Galaxy Tab A11+ এর রিয়ার ক্যামেরা এবং প্রসেসর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। জানিয়ে রাখি Samsung Galaxy Tab A11 মডেলে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটিতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৮.৭ ইঞ্চির ডিসপ্লে বিদ্যমান।