OnePlus 15 আসছে সবচেয়ে বড় 7300mAh ব্যাটারির সাথে, থাকবে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট

OnePlus 15 কে নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। বিভিন্ন সূত্র মারফত ইতিমধ্যেই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। কিন্তু এগুলি সব অজানা সূত্র ছিল। তবে এখন এক বিশ্বস্ত টিপস্টারের সৌজন্যে OnePlus 15 ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং ক্ষমতা সম্পর্কে জানা গেছে। ওয়ানপ্লাসের আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসটি কি কি অফার করতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক।
OnePlus 15 ফোনের ব্যাটারির সাইজ ও চার্জিং ক্ষমতা
সুপরিচিত চীনা টিপস্টার বল্ড পান্ডা তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্টে জানিয়েছেন যে, OnePlus 15 ফোনে থাকবে বিশাল ৭,৩০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, যা এখনও পর্যন্ত ওয়ানপ্লাস ফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হবে। ডিভাইসটিতে ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
ওয়েইবো পোস্টের কমেন্ট সেকশনে টিপস্টার উল্লেখ করেছেন যে, OnePlus 15 ফোনে থাকবে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, যা OnePlus 13 ফোনে থাকা ৬.৮২ ইঞ্চির ডিসপ্লের চেয়ে সামান্য ছোট। টিপস্টার দাবি করেছেন যে, ডিভাইসটির পুরুত্ব ৮.১ মিলিমিটার এবং ওজন প্রায় ২১১ গ্রাম থেকে ২১৫ গ্রামের মধ্যে থাকবে, যা কালার অপশনের ওপর নির্ভর করে কমবেশি হবে। ডিভাইসটি টাইটানিয়াম (স্যান্ড স্টর্ম), ব্ল্যাক এবং পার্পলের মতো শেডে পাওয়া যাবে।
সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, OnePlus 15 মডেলের রিয়ার ক্যামেরা সেটআপে ১/১.৫ ইঞ্চির ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে, যা Sony LYT-700 সেন্সর হতে পারে। এর সাথে ৫০ মেগাপিক্সেল ১/২.৭৬ ইঞ্চির পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যুক্ত থাকতে পারে, যা Samsung JN5 সেন্সর হতে পারে। আল্ট্রা-ওয়াইড শটের জন্য, এতে আরেকটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN5 সেন্সর থাকতে পারে।
OnePlus 15 এর লঞ্চের তারিখ (সম্ভাব্য)
টিপস্টার OnePlus 15 এর লঞ্চ প্রসঙ্গে বলেছেন যে, এটি আগামী ২৩ অক্টোবরের মধ্যে চীনে আত্মপ্রকাশ করতে পারে। আর ওয়ানপ্লাস চলতি সপ্তাহের শেষের দিকে ফোনটির লঞ্চ সর্ম্পকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে, OnePlus 15 ভারত সহ গ্লোবাল মার্কেটে আগামী ১৩ নভেম্বর আত্মপ্রকাশ করবে।