Samsung Galaxy F07 4G, Galaxy M07 4G ও Galaxy A07 4G ভারতে 9 হাজার টাকার কমে লঞ্চ হল

গত আগস্ট মাসে Samsung Galaxy A07 4G স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়। আর এখন Samsung Galaxy F07 4G ও Galaxy M07 4G ডিভাইস দুটির সাথে Galaxy A07 4G মডেলটিকে ভারতীয় বাজারে নিয়ে আসা হল। এই তিনটি বাজেট-ফ্রেন্ডলি ফোনেরই ডিজাইন এবং স্পেসিফিকেশন একই রকম, শুধুমাত্র কালার অপশনে পার্থক্য রয়েছে। আসুন নতুন স্যামসাং ফোনগুলির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F07 4G, Galaxy M07 4G ও Galaxy A07 4G এর মূল্য এবং উপলব্ধতা

Galaxy A07 4G গ্রীন, ব্ল্যাক এবং লাইট ভায়োলেট কালারে পাওয়া যাবে এবং এর দাম রাখ হয়েছে ৮,৯৯৯ টাকা। Samsung Galaxy F07 4G গ্রীন কালার অপশনে উপলব্ধ এবং এর দাম ৭,৬৯৯ টাকা রাখা হয়েছে। এদিকে Samsung Galaxy M07 4G কোম্পানির ওয়েবসাইটে ব্ল্যাক কালার অপশনে তালিকাভুক্ত হয়েছে এবং এটি অ্যামাজন ইন্ডিয়া প্ল্যাটফর্মে ৬,৯৯৯ টাকায় উপলব্ধ।

Samsung Galaxy F07 4G, Galaxy M07 4G ও Galaxy A07 4G এর স্পেসিফিকেশন এবং ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ০৭, গ্যালাক্সি এফ০৭ ও গ্যালাক্সি এম০৭ ৪জি হ্যান্ডসেট তিনটি ৬.৭ ইঞ্চির পিএলএস এলসিডি এইচডি+ ডিসপ্লে সহ এসেছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনগুলিতে আইপি৫৪ (IP54) ধুলো এবং জল প্রতিরোধী ক্ষমতা রয়েছে এবং এগুলি ৭.৬ মিলিমিটার স্লিম। সুরক্ষার জন্য ডিভাইসগুলির পিছনের অংশটি গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে তৈরি।

তিনটি মডেলই মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত, যার মধ্যে উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন কর্টেক্স-এ৭৬ এবং কর্টেক্স-এ৫৫ কোর সহ অক্টা-কোর সিপিইউ, স্মুথ ভিজ্যুয়ালের জন্য এআরএম মালি-জি৫৭ এমসি২ জিপিইউ এবং অপ্টিমাইজড গেমিংয়ের জন্য মিডিয়াটেকের HyperEngine 2.0 Lite প্রযুক্তি রয়েছে। এই ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে।

স্যামসাং ছয় বছরের সিকিউরিটি আপডেটের সাথে ছয়টি প্রাইমারি অপারেটিং সিস্টেম আপগ্রেডের প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিটি স্মার্টফোনে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ আছে, যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Samsung Galaxy A07, Samsung Galaxy F07 এবং Samsung Galaxy M07 4G ফোনের ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত। আর এদের সামনে সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসগুলিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ফোনটির সিকিউরিটি ফিচারগুলির মধ্যে রয়েছে স্যামসাং নক্স ভল্ট, অটো ব্লকার এবং বিল্ট-ইন থেফ্ট প্রোটেকশন। হ্যান্ডসেটগুলির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৩ এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।