Huawei Nova 14i বাজারে 7000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

জনপ্রিয় প্রযুক্তি সংস্থা হুয়াওয়ে আন্তর্জাতিক বাজারে তাদের নতুন Huawei Nova 14i স্মার্টফোনটি লঞ্চ করেছে। নতুন হলেও এই ডিভাইসটির অনেক স্পেসিফিকেশন, এমনকি এর ডিজাইনও ২০২৩ সালে লঞ্চ হওয়া Huawei Enjoy 60x এবং Huawei Nova Y91-এর মতো। তাই সম্ভবত হুয়াওয়ে ২০২৫ সালে ক্রেতাদের কাছে মডেলটিকে প্রাসঙ্গিক রাখার জন্য নতুন নামে এটিকে রিপ্যাকেজিং করেছে। আসুন সদ্য উন্মোচিত Huawei Nova 14i হ্যান্ডসেটের দাম এবং স্পেসিফিকেশন সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
Huawei Nova 14i এর স্পেসিফিকেশন
Huawei Nova 14i ডিভাইসে ৬.৯৫ ইঞ্চির এলসিডি প্যানেল আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে। এতে ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটও রয়েছে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, যার সাথে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।
Huawei Nova 14i স্মার্টফোনটি ব্লু এবং ব্ল্যাক ফিনিশ কালার অপশনে এসেছে, উভয়েরই গ্লসি গ্লাস ব্যাক এবং তার ওপরে কেন্দ্রীভূত একটি বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে। ক্যামেরা বাম্পে দুটি রিয়ার লেন্স এবং একটি এলইডি (LED) ফ্ল্যাশ বিদ্যমান।
ফটোগ্রাফির জন্য, Huawei Nova 14i হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর উপস্থিত। আর ফোনের সামনে একটি পিল-আকৃতির নচের মধ্যে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থান করছে।
সফটওয়্যারের ক্ষেত্রে, হুয়াওয়ে স্মার্টফোনে পুরানো ইএমইউআই ১৪.২ (EMUI 14.2) ইউজার ইন্টারফেস দেওয়া হয়েছে, যদিও ইএমইউআই ১৫ (EMUI 15) ইতিমধ্যেই বাজারে এসেছে। এর পাশে একটি “এক্স বাটন”ও রয়েছে, যা একটি ট্যাপ বা দীর্ঘক্ষণ প্রেস করে উইজেট বা প্রায়শই ব্যবহৃত অ্যাপগুলি অন করতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Nova 14i মডেলে বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এরপরেও ফোনটি ৮.৯ মিলিমিটারের সাথে তুলনামূলকভাবে স্লিম। হুয়াওয়ে দাবি করেছে যে, এটি একবার চার্জে ২৬ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক বা ৬০ ঘন্টা পর্যন্ত কলিং অফার করবে।
Huawei Nova 14i এর দাম
হুয়াওয়ে এখনও Nova 14i-এর দাম প্রকাশ করেনি, তবে এবিষয়ে শীঘ্রই জানা যাবে বলে আশা করা হচ্ছে।