বিশ্বের অন্যতম স্লিম ফোন হিসেবে আসছে Motorola Moto Edge 70, ফাঁস ব্যাটারি সহ অন্যান্য ফিচার

Apple, Samsung এবং আরও কিছু ব্র্যান্ডের পর এবার Motorola হতে চলেছে পরবর্তী গ্লোবাল ব্র্যান্ড যারা একটি স্লিম স্মার্টফোন বাজারে নিয়ে আসতে চলছে। এটি Moto Edge 70 নামে লঞ্চ হবে। যদিও কোম্পানি ইতিমধ্যেই এই ডিভাইসটিকে টিজ করতে শুরু করেছে এবং এটিকে আগামী ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচিত করা হবে। কিন্তু তার আগেই এখন অপ্রত্যাশিতভাবে এক প্রাথমিক রিটেইলারের লিস্টিং প্রকাশ্যে এসেছে, যা এই নতুন স্লিক ফোনটির সম্পর্কে প্রায় সমস্ত তথ্যই তুলে ধরেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Moto Edge 70 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

মোটোরোলা নিশ্চিত করেছে যে, Moto Edge 70 ফোনটি আগামী ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। আর এখন, এক্স-এ প্রকাশিত একটি লিস্টিং থেকে এই আসন্ন সুপার স্লিম ফোনটির সম্পর্কে প্রায় সবকিছুই সামনে এসেছে। লিস্টিং অনুসারে, Moto Edge 70 ফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চির পিওলেড (POLED) ডিসপ্লে যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি মাত্র ৬ মিলিমিটার পুরু এবং এর ওজন প্রায় ১৭০ গ্রাম। যদিও এটি Apple iPhone Air এবং Samsung Galaxy S25 Edge-এর মতো স্লিম এবং হালকা হবে না, তবে Edge 70 অন্যান্য দিক থেকে পুষিয়ে দেবে।

স্লিম ফোর ফ্যাক্টর হওয়া সত্ত্বেও, Moto Edge 70 ফোনে দেওয়া হবে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

দুই বছরের ওয়ারেন্টি সহ এসেছে

মোটোরোলার নতুন পাতলা হ্যান্ডসেটটি একাধিক কালার অপশনে পাওয়া যাবে, যার মধ্যে একটি ভ্যারিয়েন্টে ফ্যাব্রিক লেদার ফিনিশ থাকবে। Moto Edge 70 হ্যান্ডসেটের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে মিলবে ডেডিকেটেড এআই (AI) বাটন ও অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। আর স্মার্টফোনটি দুই বছরের ওয়ারেন্টি সহ আসবে।