Honor Magic 8 Pro আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে, লঞ্চের আগে ফাঁস ছবি সহ ফিচার

আগামী ১৬ অক্টোবর চীনে লঞ্চ হতে চলেছে Honor Magic সিরিজের পরবর্তী মডেলগুলি। এই লাইনআপে থাকবে Honor Magic 8 এবং Honor Magic 8 Pro মডেল। লঞ্চের আগে কোম্পানি আজ Pro ভ্যারিয়েন্টের ক্যামেরা সম্পর্কে বিশদ তথ্য সামনে এনেছে। চীনা ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, এতে বেশ কয়েকটি উন্নত ফিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ক্ষমতা সহ ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। এছাড়াও, ইতিমধ্যেই Honor Magic 8 সিরিজটি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং ম্যাজিকওএস ১০ সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে।
Honor Magic 8 Pro এর টেলিফটো ক্যামেরা
Honor Magic 8 Pro এর হোয়াইট কালার ভ্যারিয়েন্টটির হ্যান্ডস-অন ইমেজ অনলাইনে প্রকাশিত হওয়ার কিছুদিনের মধ্যেই অনার চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম, ওয়েইবো-এর একটি পোস্টে তাদের আসন্ন ফোনটির রিয়ার টেলিফটো ক্যামেরা সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে।
কোম্পানি জানিয়েছে যে, Honor Magic 8 Pro-এর টেলিফটো ক্যামেরায় ২০০ মেগাপিক্সেলের লেন্স থাকবে। অনার এই লেন্সের বিশদ বিবরণও শেয়ার করেছে। জানা গেছে, এতে ১/১.৪ ইঞ্চির সেন্সর থাকবে যার অ্যাপারচার এফ/২.৬। ‘এইমেজ অনার নক্স’ (AIMAGE Honor Nox) ইঞ্জিন দ্বারা এর ইমেজ প্রসেসিং করা হবে। এছাড়াও, এটি ইন্ডাস্ট্রির প্রথম ক্যামেরা অ্যান্ড ইমেজিং প্রোডাক্টস অ্যাসোসিয়েশন (CIPA) ৫.৫-স্টপ ইমেজ স্ট্যাবিলাইজেশন পাবে বলে জানা গেছে।
জানিয়ে রাখি, সিআইপিএ জাপানের একটি ইন্ডাস্ট্রির মান নির্ধারক সংস্থা, যা ক্যামেরা এবং লেন্সের জন্য টেস্টিং প্রোটোকল নির্ধারণ করে। ৫.৫ স্টপের ক্ষেত্রে “স্টপ” শব্দটি এক্সপোজার স্টপগুলিকে বোঝায় যেখানে প্রতিটি “স্টপ” আলোর দ্বিগুণ বা অর্ধেক হওয়াকে বোঝায়। অর্থাৎ, ৫.৫ স্টপ বলতে বোঝাচ্ছে কোনো অস্পষ্টতা ছাড়াই ইউজাররা ১/১২৫ সেকেন্ডে হ্যান্ডহেল্ড ছবি তুলতে পারেন।
সহজ ভাষায় বললে, স্ট্যাডার্ডাইজ সিআইপিএ পরীক্ষা অনুসারে Honor Magic 8 Pro স্মার্টফোনটি ইউজারের সাধারণ ক্ষমতার চেয়ে প্রায় ৪৫ গুণ ধীর গতির শাটার স্পিডে ছবি তুলতে সক্ষম।
আগের রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, Honor Magic 8 Pro মডেলে কোয়াড-কার্ভড ডিসপ্লে এবং কার্ভড রিয়ার প্যানেল থাকতে পারে, যা এর স্লিম এবং সেমেট্রিকাল ডিজাইন ফুটিয়ে তুলবে। ফোনটির স্ক্রিনে একটি পিল-আকৃতির কাটআউট থাকবে বলেও শোনা যাচ্ছে, যা পূর্বসূরি Honor Magic 7 Pro মডেলের অনুরূপ।
পাওয়া যাবে ১৬ জিবি র্যাম
পারফরম্যান্সের জন্য, Honor Magic 8 Pro ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট থাকবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে। ডিভাইসটি সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি ম্যাজিকওএস ১০ কাস্টম স্কিনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।