লঞ্চের আগেই চমক, Oppo Find X9 Pro ব্যাটারি টেস্টে হারাল Xiaomi ও iPhone 17 Pro Max ফোনে

বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ব্যাটারি লাইফ সবসময়ই একটি গুরুত্বপূর্ণ দিক। আর এই বিষয়ে লেটার মার্কস নিয়ে পাশ করতে চায় Oppo Find X9 Pro। ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগে একটি রিপোর্ট থেকে এমন তথ্যই সামনে এসেছে। এই রিপোর্ট থেকে স্পষ্ট যে ডিভাইসটি দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে। কারণ একই ৭,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকা সত্ত্বেও Oppo Find X9 Pro ফোনটি Xiaomi 17 Pro Max-এর চেয়ে বেশি সময় ধরে স্থায়ী হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

Oppo Find X9 Pro ব্যাটারি ড্রেন টেস্টে সেরা হয়েছে

নোভয়েস এভালিউশন (Novice Evaluation)-এর শেয়ার করা এই রিপোর্ট অনুসারে, Oppo Find X9 Pro এর ব্যাটারি একটি ধারাবাহিক ব্যবহারের পরীক্ষায় ৭ ঘন্টা ১৮ মিনিট স্থায়ী হয়েছে। এটি iQOO Z10 Turbo+ (৭ ঘন্টা ৩১ মিনিট, ৮,০০০ এমএএইচ ব্যাটারি সহ) এর ঠিক পিছনে রয়েছে। তবে হ্যান্ডসেটটি Xiaomi 17 Pro Max এর চেয়ে এগিয়ে রয়েছে, যা ৬ ঘন্টা ৪৯ মিনিট চালু ছিল।

পিছিয়ে iPhone 17 Pro Max ফোনও

এমনকি তুলনামূলক ছোট ৭,০২৫ এমএএইচ ব্যাটারি যুক্ত Oppo Find X9 ফোনটিও ৬ ঘন্টা ৫১ মিনিট টিঁকে ছিল। অর্থাৎ এটিও শাওমির ফ্ল্যাগশিপের থেকে এগিয়ে। প্রসঙ্গত, Apple iPhone 17 Pro Max ফোনটি ৫ ঘন্টা ২৬ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিয়েছে, যা নির্দেশ করে অ্যান্ড্রয়েড ফোনগুলি এখনও ব্যাটারির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে।

হোয়াইল্যাব এর একটি অন্য পরীক্ষাতেও ফলাফল একই রকম ছিল। Oppo Find X9 Pro হ্যান্ডসেটটি Xiaomi 17 Pro Max-এর ৮ ঘন্টা ২৪ মিনিটের তুলনায় ৯ ঘন্টা ৩০ মিনিট স্থায়ী হয়েছে বলে জানা গেছে, অর্থাৎ সময়ের ব্যবধান ১ ঘণ্টারও বেশি। উল্লেখ্যযোগ্যভাবে, শাওমি ফোনে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট রয়েছে, যেখানে ওপ্পোর ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসরে চলে। ফলে সম্ভবত ওপ্পোর সফ্টওয়্যার টিউনিং, বিশেষ করে কালারওএস ১৬ এর পাওয়ার ম্যানেজমেন্ট এই ব্যাটারি ইউসেজ পরীক্ষার ফলাফলে একটি বড় ভূমিকা পালন করছে।

এমনকি, কিছু এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) ইউজারও এই বিষয়টি লক্ষ্য করেছেন। একটি পোস্টে উল্লেখ করা হয়েছে যে, শাওমি এবং ওপ্পো উভয় ব্র্যান্ডের ফ্ল্যাগশিপেই একই ৭,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং শাওমির ৮ এলিট জেন ৫ চিপ ডাইমেনসিটি ৯৫০০ এর চেয়ে বেশি দক্ষ হওয়া সত্ত্বেও তুলনামূলকভাবে খারাপ পারফর্ম করেছে। ফলে এটা সফ্টওয়্যার আসলে কীভাবে অপ্টিমাইজ করা হচ্ছে, তার ওপর নির্ভর করে। তবে মনে রাখতে হবে যে, এগুলো লঞ্চের আগেকার ফলাফল।