Redmi K90 Pro দমদার পারফরম্যান্স দিতে 16 জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর সহ আসছে

গত নভেম্বর মাসে রেডমি লঞ্চ করেছিল তাদের পারফরম্যান্স কেন্দ্রিক ফ্ল্যাগশিপ কিলার Redmi K80 Pro। বর্তমানে ব্র্যান্ডটি এর উত্তরসূরি হিসেবে Redmi K90 Pro এর ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। হ্যান্ডসেটটি এখন Geekbench বেঞ্চমার্কিং সাইটে হাজির হয়েছে, যা এর প্রসেসর, র‍্যাম ক্ষমতা এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ্যে এনেছে। পাশাপাশি বলা যায় যে ডিভাইসটি শীঘ্রই লঞ্চ হবে। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।

Redmi K90 Pro হাজির হল Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে

“Xiaomi 25102RKBEC” মডেল নম্বর সহ Redmi K90 Pro সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্ক ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, এটি একটি অক্টা-কোর চিপসেটে চলবে। প্রসেসরটিতে দুটি কোর ৪.৬১ গিগাহার্টজে এবং ছয়টি কোর ৩.৬৩ গিগাহার্টজ ক্লক স্পিডে চলবে। এই মূল কনফিগারেশন ইঙ্গিত দেয় যে এটি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট হতে পারে, কারণ এই চিপটিতেও একই আর্কিটেকচার রয়েছে।

থাকবে ১৬ জিবি র‌্যাম

গিকবেঞ্চ থেকে জানা গেছে, রেডমি কে৯০ প্রো ফোনে ১৪.৬৬ জিবি র‍্যাম থাকবে, যেটিকে সম্ভবত ১৬ জিবি হিসাবে মার্কেটিং করা হবে। আর ডিভাইসটি এখানে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের সাথে তালিকাভুক্ত হয়েছে। তাই আশা করা যায় এটি শাওমির নতুন হাইপারওএস ৩ (HyperOS 3) কাস্টম স্কিনে চলবে। এর মাদারবোর্ডটিকে “ক্যানো” বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, Redmi K90 Pro এর বেঞ্চমার্ক স্কোর পারফরম্যান্সের দিক থেকে এটি কেমন হতে চলেছে তারও ধারণা দিয়েছে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের সিঙ্গেল এবং মাল্টি-কোর টেস্টে ডিভাইসটি যথাক্রমে ৩,৫৫৯ এবং ১১,০৬০ পয়েন্ট স্কোর অর্জন করেছে। এই স্কোরগুলি ইঙ্গিত দেয় যে, নতুন রেডমি ‘K’ সিরিজের হ্যান্ডসেটটি খাতায় কলমে নতুন ফ্ল্যাগশিপ Xiaomi 17-এর মতোই পারফরম্যান্স প্রদান করবে।

যদিও Redmi K90 Pro-এর লঞ্চের সময়সূচী এখনও প্রকাশ করেনি সংস্থা, তবে আগের লঞ্চ প্যাটার্ন দেখে আশা করা যায় স্মার্টফোনটি এবছরের চতুর্থ ত্রৈমাসিকে, সম্ভবত নভেম্বরেই আত্মপ্রকাশ করতে পারে। আর এটি বিশ্ব বাজারে Poco F8 Ultra নামে লঞ্চ হতে পারে।