Vivo Pad 5e ট্যাবলেট 10000mAh ব্যাটারি ও AI ফিচার সহ লঞ্চ হল, দাম কত

ভিভো বাজারে আনলো তাদের নতুন ট্যাবলেট, Vivo Pad 5e। গতকাল চীনে ভিভো আয়োজিত লঞ্চ ইভেন্টে লেটেস্ট ফ্ল্যাগশিপ Vivo X300 এবং Vivo X300 Pro স্মার্টফোনগুলির পাশাপাশি এই ট্যাবলেটটিকেও লঞ্চ করা হয়েছে। এটি Vivo Pad 5 সিরিজের সাম্প্রতিকতম সংযোজন, যার মধ্যে ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড Vivo Pad 5 এবং Pad 5 Pro মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। নতুন Vivo Pad 5e বড় ১২.১ ইঞ্চির ডিসপ্লে, বিশাল ১০,০০০ এমএএইচ ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট অফার করে। এটি তিনটি কালার অপশনে উপলব্ধ। আসুন এই ভিভো ট্যাবলেটটির দাম এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Vivo Pad 5e ট্যাবলেটের মূল্য ও লভ্যতা

Vivo Pad 5e এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৫,০০০ টাকা)। অন্যদিকে, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পগুলি যথাক্রমে ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৯,০০০ টাকা), ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা) এবং ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৭,০০০ টাকা)-এ পাওয়া যাচ্ছে।

এর পাশাপাশি, Vivo Pad 5e ট্যাবের সফট লাইট ভার্সনও রয়েছে যার ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৭,০০০ টাকা) এবং ২,৪৯৯ ইউয়ান (প্রায় ৩১,০০০ টাকা)। নতুন Vivo Pad 5e ব্লু, ব্ল্যাক এবং পার্পল কালার অপশনে বেছে নেওয়া যাবে। অন্যদিকে, সফট লাইট ভার্সনটি শুধু ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। চীনে Vivo Pad 5e আগামী ১৭ অক্টোবর থেকে কোম্পানির অনলাইন স্টোরে বিক্রি হবে।

Vivo Pad 5e এর স্পেসিফিকেশন এবং ফিচার

Vivo Pad 5e ট্যাবে ২.৮কে রেজোলিউশন এবং সর্বোচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ১২.১ ইঞ্চির ডিসপ্লে আছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ যুক্ত আছে। এর বেস ভ্যারিয়েন্টে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.১ ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলে।

অডিও আউটপুটের জন্য, ভিভোর নতুন ট্যাবলেটে চারটি স্পিকারের সাথে প্যানোরামিক অ্যাকোস্টিক সেটআপ পাওয়া যাবে। Vivo Pad 5e এআই ট্রান্সক্রিপশন, সার্কেল টু সার্চ, এআই পিপিটি অ্যাসিস্ট্যান্টের মতো বেশ কয়েকটি এআই (AI)-চালিত টুলও সাপোর্ট করে, পাশাপাশি মিলবে মাল্টি-স্ক্রিন ইন্টারকানেকশন, স্মল উইন্ডো কোলাবরেশন এবং ওয়্যারলেস প্রিন্টিং।

ফটোগ্রাফির জন্য, Vivo Pad 5e একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে এসেছে, যা একটি বৃত্তাকার মডিউলের ভিতরে অবস্থিত। এর মধ্যে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে, আর স্ক্রিনের ওপর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Pad 5e ট্যাবে বড় ১০,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি মিলবে। নিরাপত্তার জন্য, ট্যাবলেটটিতে ফেস রেকগনিশন ফিচারও রয়েছে।