Oppo Find X9 সিরিজের ভারতে আসছে ২০০MP Hasselblad ক্যামেরা ও Dimensity 9500 প্রসেসরের সাথে

ওপ্পো তাদের বহু প্রতীক্ষিত Oppo Find X9 সিরিজটি আগামীকাল (১৬ অক্টোবর) চীনে লঞ্চ করতে চলেছে। এই লাইনআপে রয়েছে দুটি মডেল – Oppo Find X9 এবং Oppo Find X9 Pro। ফোন দুটি লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিনে চলবে। ওপ্পো সম্প্রতি ঘোষণা করেছে যে Find সিরিজের লেটেস্ট মডেলগুলি আগামী মাসে ভারতে লঞ্চ হবে। যদিও এখনও এদেশে ডিভাইসগুলির লঞ্চের নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। তবে এখন এক টিপস্টার হ্যান্ডসেট দুটির মূল স্পেসিফিকেশনের পাশাপাশি ভারতে এদের লঞ্চের তারিখ প্রকাশ করেছেন।
Oppo Find X9 সিরিজ আগামী মাসেই আসছে ভারতে
টিপস্টার যোগেশ ব্রার ও স্মার্টপ্রিক্স যৌথভাবে Oppo Find X9 Pro এবং Oppo Find X9 এর ভারতে লঞ্চের তারিখ ফাঁস করেছে। এই হ্যান্ডসেটগুলি আগামী ১৮ নভেম্বর ভারতে লঞ্চ হবে বলে জানা গেছে। সম্প্রতি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৫ (IMC 2025) ইভেন্টে তারিখ না জানিয়ে ওপ্পো ঘোষণা করে যে Oppo Find X9 সিরিজটি নভেম্বর মাসেই এদেশে আত্মপ্রকাশ করবে। ভারতে ফোনগুলি এদেথ চীনা ভ্যারিয়েন্টের মতো একই মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট দ্বারা চালিত বলে নিশ্চিত করা হয়েছে।
Oppo Find X9 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
Oppo Find X9 Pro মডেলে ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সিরিজের অন্য একটি মডেলে পাওয়া যাবে ২কে রেজোলিউশনের ৬.৫৯ ইঞ্চির এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
ভারতে, Pro মডেলের টপ-এন্ড বিকল্পটিতে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এই লাইনআপের চীনা মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেটটি আর্ম জি১-আল্ট্রা জিপিইউর সাথে যুক্ত থাকবে বলে কোম্পানি নিশ্চিত করেছে। চিপসেটটি ৪.২১ গিগাহার্টজের পিক ক্লক স্পিড প্রদান করে এবং এটি তার পূর্বসূরির তুলনায় ৩৩ শতাংশ দ্রুত গ্রাফিক্স পারফরম্যান্স ও ৪২ শতাংশ ভালো পাওয়ার এফিসিয়েন্সি অফার করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য, ভারতীয় Oppo Find X9 Pro মডেলে ট্রিপল-রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩x ডিজিটাল জুম ক্ষমতা সহ ২০০ মেগাপিক্সেল Samsung HP5 টেলিফোটো পেরিস্কোপ সেন্সর থাকবে। এগুলি চীনা ভ্যারিয়েন্টের ফাঁস হওয়া স্পেসিফিকেশনের সাথে সাদৃশ্যপূর্ণ। যদিও কোম্পানি ইতিমধ্যেই হ্যাসেলব্লাড-টিউনড ২০০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের উপস্থিতি নিশ্চিত করেছে, তবে অন্যান্য তথ্য এখনও অজানা।
এদিকে জানা গেছে যে, সিরিজের Oppo Find X9 হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ অপ্টিমাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল Samsung JN9 পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে জানা গেছে। আর ফোনের সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যেতে পারে।
Oppo Find X9 সিরিজের দাম
ভারতে Oppo Find X9 সিরিজের Pro মডেলটির দাম ১,০০,০০০ টাকার নীচে থাকবে বলে জানা গেছে। আর স্ট্যান্ডার্ড Oppo Find X9-এর দাম প্রায় ৬৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে।