Realme GT 8 আগামী সপ্তাহে 200 মেগাপিক্সেল ক্যামেরা ও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর সহ লঞ্চ হচ্ছে

রিয়েলমি অবশেষে তাদের আপকামিং Realme GT 8 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এই লাইনআপে Realme GT 8 এবং Realme GT 8 Pro মডেল দুটি থাকবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটগুলিতে সোয়াপেবল রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। কোম্পানি সম্প্রতি জানিয়েছেন যে, তারা তাদের আসন্ন হ্যান্ডসেটের ক্যামেরায় ইমেজ টিউনিংয়ের জন্য রিকো (Ricoh) ব্র্যান্ডের সাথে জুটি বেঁধেছে। Realme GT 8 সিরিজ ‘Ricoh GR’ ইমেজিং প্রযুক্তি সহ প্রথম রিয়েলমি ফোন হবে। ইতিমধ্যেই চীনা প্রযুক্তি সংস্থাটি তাদের আসন্ন ফোনগুলির কিছু ক্যামেরা ফিচারও প্রকাশ করেছে।
Realme GT 8 সিরিজ লঞ্চ হবে আগামী সপ্তাহেই
রিয়েলমি ওয়েইবো-এর একটি পোস্টে ঘোষণা করেছে যে তারা তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Realme GT 8 Pro এবং Realme GT 8 আগামী ২১ অক্টোবর লঞ্চ করবে। এছাড়া, রিয়েলমি সম্প্রতি জানিয়েছে যে তাদের আসন্ন ক্যামেরাগুলির টিউনিংয়ের জন্য তারা রিকো ইমেজিংয়ের সাথে দীর্ঘমেয়াদী পার্টনারশিপ শুরু করেছে।
পাশাপাশি এখন সংস্থাটি Realme GT 8 Pro-তে থাকা ক্যামেরাগুলির কয়েকটি স্পেসিফিকেশন শেয়ার করেছে। ফোনের ক্যামেরা সেন্সরগুলিতে ২৮ মিলিমিটার এবং ৪০ মিলিমিটার ফোকাল লেন্থ থাকবে। এটি ইমারসিভ ফ্রেমিং মোড (চীনা ভাষা থেকে অনূদিত) সহও আসবে বলে জানা গেছে।
এটিতে একটি কুইক ফোকাস মোডও থাকবে, যা ব্যবহারকারীদের ফোকাস লেন্থ আগে থেকে নির্ধারণ করতে এবং জেসচারের মাধ্যমে ছবি তুলতে সাহায্য করে। এছাড়া, Realme GT 8 Pro মডেলে হিডেন ফোকাল লেন্থ ফিচারও থাকবে। এর সাহায্যে ডিভাইসটি ইউজারদের ২৮ মিলিমিটার বা ৪০ মিলিমিটার ফোকাল লেন্থের সাথে ছবি তুলতে দেবে, যেটিকে যথাক্রমে ৩৫ মিলিমিটার ও ৫০ মিলিমিটারেও স্যুইচ করা যেতে পারে।
Realme GT 8 এর অন্যান্য ফিচার
ইতিমধ্যেই রিয়েলমি নিশ্চিত করেছে যে রিয়েলমি জিটি ৮ প্রো মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট দ্বারা চালিত হবে। এতে ২কে ১০-বিট এলটিপিও বিওই (LTPO BOE) ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এছাড়া এতে থাকবে ২০০ মেগাপিক্সেল ১/১.৫৬ ইঞ্চি Samsung HP5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে যে, ইউজাররা ক্যামেরা তিনটি ভিন্ন ক্যামেরা মডিউলের মধ্যে স্যুইচ করতে পারবেন।
সম্প্রতি এক টিপস্টার প্রকাশ করেছেন যে Realme GT 8 Pro ফোনে থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল ১/১.৪ ইঞ্চি Sony LYT-808 প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রাওয়াইড লেন্স। এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
Realme GT 8 এর দাম (সম্ভাব্য)
রিয়েলমির আসন্ন হ্যান্ডসেটের দাম সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। প্রসঙ্গত, Realme GT 7 Pro এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫৯,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ Realme GT 7 এর বেস অপশনটির দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। আসন্ন মডেলের মূল্য একইরকম রাখা হবে বলে আশা করা হচ্ছে।