পরশু লঞ্চের আগে ফাঁস Realme GT 8, GT 8 Pro এর ফিচার, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা

রিয়েলমি আগামী ২১ অক্টোবর চীনে তাদের বহু প্রতীক্ষিত Realme GT 8 এবং Realme GT 8 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানি GT 8 সিরিজের মডেলগুলি সম্পর্কে মাত্র কয়েকটি তথ্য নিশ্চিত করেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার সোশ্যাল মিডিয়ায় উভয় স্মার্টফোনের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ্যে এনেছেন।
Realme GT 8 ও Realme GT 8 Pro স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
টিপস্টার বল্ড পান্ডা তার সাম্প্রতিক ওয়েইবো পোস্টে জানিয়েছে যে, Realme GT 8 এবং Realme GT 8 Pro ডিভাইসে ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে থাকবে, যা ২কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই হ্যান্ডসেটগুলির সামনের ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি, তবে জানা গেছে যে Realme GT 8 ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা থাকবে।
অন্যদিকে, Realme GT 8 Pro এর রিয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরার জন্য ৫০ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে, সাথে মিলবে ২০০ মেগাপিক্সেলে পেরিস্কোপ ক্যামেরা। এটি Samsung HP5 সেন্সর হবে বলে মনে করা হচ্ছে। Realme GT 8 Pro ফোনে সোয়াপেবল ক্যামেরা ডেকো থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, তবে Realme GT 8-তেও একই ফিচার পাওয়া যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ব্যাটারি ও প্রসেসর
প্রসঙ্গত, Realme GT 8 মডেলে ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত হবে। Pro সংস্করণে ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ একই ব্যাটারি মিলবে। এতে ৫০ ওয়াট পিপিএস এবং ৪৪ ওয়াট ইউএফসিএস (UFCS) চার্জিং প্রোটোকলও সাপোর্ট করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসরের সাথে আসবে।
র্যাম ও স্টোরেজ
অনুমান করা হচ্ছে Realme GT 8 এবং Realme GT 8 Pro স্মার্টফোনে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ থাকবে। হ্যান্ডসেট দুটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭ চালিত কোম্পানির প্রথম ফোন হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। Realme GT 8 এবং Realme GT 8 Pro সাদা, নীল এবং সবুজ এর মতো একাধিক রঙে পাওয়া যাবে।