দিওয়ালি সেলে Redmi 15 5G কিনুন ধামাকা অফারের সাথে, রয়েছে 7000mAh ব্যাটারি সহ চমৎকার ফিচার

সম্প্রতি বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হওয়া Redmi 15 5G ফোনটি অ্যামাজন দিওয়ালি ধামাকা সেলে (Amazon Diwali Dhamaka Sale) সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। ক্রেতারা এই ডিভাইসটি এখন লঞ্চ প্রাইসের থেকে ৩,০০০ টাকা কম দামে কিনতে পারবেন। সাথে থাকছে নো-কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা। জানিয়ে রাখি, Redmi 15 5G ডিভাইসে সিলিকন-কার্বন ব্যাটারি পাওয়া যাবে। পাশাপাশি, এতে মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ জিবি পর্যন্ত র্যাম।
দীপাবলি উপলক্ষে Redmi 15 5G ফোনে মিলছে বিশেষ ছাড়
Redmi 15 5G হ্যান্ডসেটটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। এগুলির দাম যথাক্রমে ১৬,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। তবে দীপাবলি সেলে প্রথম দুটি মডেলে দু’হাজার টাকা করে এবং টপ এন্ড মডেলে তিন হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এরপর মডেলগুলির দাম কমে হবে –
৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৪,৯৯৮ টাকা।
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৫,৯৯৮ টাকা।
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ১৬,৯৯৮ টাকা
ফোনটি অ্যামাজন এবং রেডমির অফিসিয়াল স্টোরে স্যান্ডি পার্পল, ফরেস্ট হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে কেনার জন্য উপলব্ধ। ডিভাইসটি ৬৭৯ টাকা ইএমআই অপশনেও কেনা যাবে।
Redmi 15 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
Redmi 15 5G ডিভাইসে আছে ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট সহ ৬.৯ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। Redmi 15 5G অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলে।
ক্যামেরার ক্ষেত্রে, Redmi 15 5G এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর বিদ্যমান। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩৩ ওয়াট ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জিং সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি। এতে একাধিক এআই ফিচারও মিলবে।