Nubia Z80 Ultra লুকানো সেলফি ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ হল

নুবিয়া সম্প্রতি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট হিসেবে Nubia Z80 Ultra মডেলটি লঞ্চ করেছে। এই ফোনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, আল্ট্রা-ফাস্ট টাচ স্যাম্পল এবং আই প্রোটেকশন প্রযুক্তি সহ ২কে অ্যামোলেড ডিসপ্লে। Nubia Z80 Ultra ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, ১৬ জিবি র‍্যাম এবং ৭,২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, এআই-সাপোর্টেড ক্যামেরা সিস্টেম এবং পেশাদার স্তরের গেমিং ফিচার সহ সম্পূর্ণ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করা হয়েছে। আসুন এই নতুন স্মার্টফোনের সকল স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Nubia Z80 Ultra এর দাম ও কালার অপশন

Nubia Z80 Ultra হ্যান্ডসেটের ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬১,৬০০ টাকা)। যেখানে এর ১৬ জিবি + ৫১২ জিবি এবং ১৬ জিবি + ১ টিবি ভার্সনের মূল্য যথাক্রমে ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৩০০ টাকা) এবং ৫,৬৯৯ ইউয়ান (প্রায় ৭০,২০০ টাকা)। এটিকে ফ্যান্টম ব্ল্যাক এবং কনডেন্সড লাইট হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।

অন্যদিকে, Nubia Z80 Ultra Starry Night সংস্করণটির ১৬ জিবি + ৫১২ জিবি এবং ১৬ জিবি + ১ টিবি অপশনগুলির দাম যথাক্রমে ৫,৫৯৯ ইউয়ান (প্রায় ৬৯,০০০ টাকা) এবং ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৩,৯০০ টাকা)। আর, Luo Tianyi Limited Edition এর ১৬ জিবি + ৫১২ জিবি ভার্সন ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৭১,৪০০ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। চীনে জেডটিই (ZTE) এর ই-স্টোরে ফোনটির সকল ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে।

Nubia Z80 Ultra এর স্পেসিফিকেশন এবং ফিচার

Nubia Z80 Ultra ডিভাইসে পাওয়া যাবে ৬.৮৫ ইঞ্চি ২কে (২,৬৮৮×১,২১৬ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২৫৯২ হার্টজ পর্যন্ত পিডাব্লিউএম ডিমিং, ৩,০০০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পল রেট, এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং এআই টোয়াইলাইট আই প্রোটেকশন অফার করে।

পারফরম্যান্সের জন্য, Nubia Z80 Ultra ফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, যার সাথে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.১ স্টোরেজ যুক্ত রয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক মাইওএস ১৬ (MyOS 16) কাস্টম স্কিনে চলে। এতে মিলবে রেড ম্যাজিক কিউব ইঞ্জিন, যা গেমিংকে অপ্টিমাইজ করে। ইউজাররা এই ডিভাইসে সিনোপ্সিস টাচ আইসি (Synopsys Touch IC) এবং ফিজিক্যাল গেমিং কিগুলির মাধ্যমে পেশাদার-স্তরের নিয়ন্ত্রণ পাবেন।

ফটোগ্রাফির জন্য, Nubia Z80 Ultra মডেলে Neovision Taishan AI Imaging 5.0 সিস্টেম উপস্থিত। এর ক্যামেরা সেটআপটি ৫০ মেগাপিক্সেল লাইট অ্যান্ড শ্যাডো মাস্টার ৯৯০ ফ্ল্যাগশিপ সেন্সর, ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত। হ্যান্ডসেটের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেল সেন্সর বিদ্যমান। এতে ইনস্পিরেশন ফিল্টার, অ্যাস্থেটিক কম্পোজিশন সাজেশন, ম্যাজিক অ্যাডভাইস, অ্যান্ট পার্সপেক্টিভ, ভয়েস গাইডেন্স এবং ব্যবহারের সুবিধার জন্য একটি ফিজিক্যাল ফোটো বাটনের মতো এআই-অ্যাসিসটেড ফিচারগুলি সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Nubia Z80 Ultra হ্যান্ডসেটে কোম্পানি বিশাল ৭,২০০ এমএএইচ ব্যাটারি দিয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড, ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ডিভাইসটি আইপি৬৮ এবং আইপি৬৯ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং অফার করে।