Poco F8 Pro ফোনের রিটেল বাক্সের ছবি ফাঁস, থাকছে না চার্জিং অ্যাডাপ্টার

Poco F8 Pro শীঘ্রই ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ চলেছে। সম্প্রতি ফোনটির একটি রিটেল বাক্সের ছবি ফাঁস হয়েছে। পাশাপাশি একজন টিপস্টার দাবি করেছেন যে আসন্ন Poco F সিরিজের এই স্মার্টফোনে চার্জিং অ্যাডাপ্টার থাকবে না। ডিভাইসটি Poco F7 Pro এর উত্তরসূরী হিসেবে আত্মপ্রকাশ করবে। আর পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, Poco F8 Pro আদতে Redmi K90 হ্যান্ডসেটের গ্লোবাল ভ্যারিয়েন্ট হবে, যেটি কিছুদিন আগে চীনে লঞ্চ হয়েছে এবং এতে ৬.৫৯ ইঞ্চি OLED ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর আছে।

Poco F8 Pro এর রিটেল বাক্সের ছবি ফাঁস হল

টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) আজ Poco F8 Pro এর রিটেল বাক্সের ছবি অনলাইনে শেয়ার করেছেন। এই বাক্সের গায়ে ‘সাউন্ড বাই বোস’ ব্র্যান্ডিং দেখা গেছে। উল্লেখ্য, Redmi K90 সিরিজ গত মাসে একই অডিও ব্র্যান্ডের প্রযুক্তির সাথে লঞ্চ হয়েছিল, যা আরও স্পষ্ট করে দেয় যে Poco F8 Pro মডেলটি আসলে Redmi K90 এর একটি রিব্র্যান্ড ভার্সন হবে।

চার্জার ছাড়াই পাওয়া যাবে Poco F8 Pro

টিপস্টার আরও দাবি করেছেন যে পোকো এফ৮ প্রো এর বাক্সে চার্জার থাকবে না। যদিও পোকো এফ৭ প্রো ফোনটি ৯০ ওয়াট ইন-বক্স চার্জার সহ এসেছিল। আর রেডমি কে৯০ মডেলটিও চার্জিং অ্যাডাপ্টার সহ পাওয়া যাচ্ছে।

জানিয়ে রাখি, Poco F8 Pro সম্প্রতি 25102PCBE মডেল নম্বর সহ সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। এতে 5G, ব্লুটুথ, Wi-Fi এবং NFC সাপোর্ট থাকবে বলে জানা গেছে। এছাড়া এর অন্যান্য স্পেসিফিকেশন Redmi K90 এর মতো হবে বলে আশা করা হচ্ছে।

Redmi K90 ডিভাইসে আছে বোস টিউনড অডিও সেটআপ এবং এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস ৩ কাস্টম স্কিনে চলে। এতে পাওয়া যাবে ৬.৫৯:ইঞ্চি OLED ডিসপ্লে এবং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। ফটোগ্রাফির জন্য এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। যার মধ্যে রয়েছে ১/১.৫৫ ইঞ্চি সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। এতে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৭১০০ এমএএইচ ব্যাটারি।

আর চীনে Redmi K90 এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা) রাখা হয়েছে।