Vivo Y500 Pro বিশাল বড় ব্যাটারি ও 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম কত

সোমবার চীনে প্রত্যাশা মতোই লঞ্চ হল Vivo Y500 Pro। নতুন Vivo Y সিরিজের স্মার্টফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেটে চলে এবং এতে ১.৫কে রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চি OLED ডিসপ্লে পাওয়া যাবে। সাথে আছে ২০০ মেগাপিক্সেল Samsung HP5 সেন্সর এবং ৯০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৭০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ধুলো এবং জল প্রতিরোধের জন্য এই ফোনটি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং প্রাপ্ত। আসুন Vivo Y500 Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y500 Pro এর দাম ও কালার অপশন

Vivo Y500 Pro এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২২,০০০ টাকা)। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম যথাক্রমে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৫,০০০ টাকা) এবং ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৮,০০০ টাকা) এবং ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা)।

ভিভো ওয়াই৫০০ প্রো ফোনটি অসিশিয়াস ক্লাউড, লাইট গ্রীন, সফট পাউডার এবং টাইটানিয়াম ব্ল্যাক (চীনা থেকে অনুবাদ করা) কালারে এসেছে।

Vivo Y500 Pro এর স্পেসিফিকেশন

ডুয়াল সিমের ভিভো ওয়াই৫০০ প্রো মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলে এবং এতে ৬.৬৭ ইঞ্চি ১.৫ কে (১,২৬০×২,৮০০ পিক্সেল) OLED ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত, সর্বোচ্চ ব্রাইটনেস ১,৬০০ নিট এবং স্ক্রিন টু বডি রেশিও ৯৪.১০ শতাংশ। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo Y500 Pro স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮৮ অ্যাপারচার সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যায়। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এই হ্যান্ডসেটে IP68IP69 রেটিং উপস্থিত।

সিকিউরিটির জন্য Vivo Y500 Pro মডেলে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।