Oppo Reno 15 Pro ও Oppo Reno 15 ফোনের প্রসেসর সহ র‌্যাম লঞ্চের আগেই প্রকাশ্যে

১৭ নভেম্বর চীনে লঞ্চ হতে চলেছে Oppo Reno 15 সিরিজ। তার আগে কোম্পানির তরফে ধীরে ধীরে এই লাইনআপের স্পেসিফিকেশন টিজ করা হচ্ছে। এছাড়া আজ একজন টিপস্টার জানিয়েছেন যে Oppo Reno 15 ও Reno 15 Pro মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট ব্যবহার করা হবে, যা তাদের পূর্বসূরী, Reno 14 Pro মডেলেও ছিল। এছাড়া টিপস্টার এদের Geekbench পারফরম্যান্সের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন, যেখান থেকে এদের র‌্যাম, জিপিইউ এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।

Oppo Reno 15 সিরিজ উপস্থিত হল Geekbench বেঞ্চমার্কিং সাইটে

এক্স প্ল্যাটফর্মে টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) আসন্ন Oppo Reno 15 Pro মডেলের গিকবেঞ্চ লিস্টিংয়ের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। হ্যান্ডসেটটি PLW110 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। টিপস্টার আরও বলেছেন যে Reno 15 ডিভাইসটি PLV110 মডেল নম্বর সহ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে।

Oppo Reno 15 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার

Reno 15 Pro মডেলে অক্টা-কোর ARMv8 চিপসেট দেওয়া হবে, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট হবে বলে জানা গেছে। আবার Oppo Reno 15 ডিভাইসেও ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর থাকতে পারে। ডিভাইসগুলি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং মালি-জি৭২০ এমসি৭ জিপিইউ সহ আসবে। এগুলি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে।

জানিয়ে রাখি, Oppo Reno 14 Pro হ্যান্ডসেটটিও মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট দ্বারা চালিত। ফলে Reno 15 মডেলটি Reno 14 এর তুলনায় উল্লেখযোগ্য চিপসেট আপগ্রেড সহ আসবে। তবে প্রো মডেলটি একই রকম পারফরম্যান্স অফার করবে।

গিকবেঞ্চে Oppo Reno 15 Pro সিঙ্গেল-কোর টেস্টে ১৬৮৪ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৬৭৩৮ পয়েন্ট পেয়েছে। এতে একটি প্রাইম কোর থাকতে পারে, যা ৩.২৫ গিগাহার্টজ পিক ক্লক স্পিড প্রদান করবে, আর তিনটি পারফরম্যান্স কোর যা ৩.০০ গিগাহার্টজ পিক ক্লক স্পিড অফার করবে এবং চারটি এফিসিয়েন্সি কোর থেকে ২.১০ গিগাহার্টজ পিক পারফরম্যান্স পাওয়া যাবে।

এদিকে ওপ্পো রেনো ১৫ স্টারলাইট বো, অরোরা ব্লু এবং ক্যানেল ব্রাউন রঙে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে, আর প্রো মডেলটি স্টারলাইট বো এবং ক্যানেল ব্রাউন রঙে আসবে।

Oppo Reno 15 Pro এর ডিসপ্লে, ক্যামেরা (প্রত্যাশিত)

টেক ব্লগার Anvin সম্প্রতি Oppo Reno 15 Pro এর অন্যান্য স্পেসিফিকেশন শেয়ার করেছিল। এই হ্যান্ডসেটে ১.৫কে (১২১৬x৬৪০ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৬৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 15 Pro মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে, যার মধ্যে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল থার্ড সেন্সর পাওয়া যাবে। সামনে মিলবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।