16 জিবি র্যাম সহ আসছে Motorola Edge 70 Ultra, থাকবে নতুন স্ন্যাপড্রাগন প্রসেসর

Motorola Edge 50 Ultra এর উত্তরসূরি হিসেবে শীঘ্রই বাজারে আসছে Motorola Edge 70 Ultra। যদিও এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে সম্প্রতি হ্যান্ডসেটটিকে জনপ্রিয় বেঞ্চমার্কিং সাইট Geekbench-এ দেখা গেছে। এখান থেকে ফোনটির বেশ কয়েকটি স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে। আর Motorola Edge 70 Ultra ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত র্যাম সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে।
Motorola Edge 70 Ultra এর গীকবেঞ্চ লিস্টিং
Motorola Edge 70 Ultra স্মার্টফোনটি সম্প্রতি XT2603-1 মডেল নম্বর সহ গীকবেঞ্চ ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি এখানে অক্টা-কোর চিপসেট সহ অন্তর্ভুক্ত হয়েছে। এই চিপসেটের ৩.৬৫ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি প্রাইম কোর এবং ৩.৩২ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি পারফরম্যান্স কোর উপস্থিত। এই কনফিগারেশন ইঙ্গিত দেয় যে এটি সম্ভবত অঘোষিত স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট হবে।
অক্টা-কোর প্রসেসরের পাশাপাশি ডিভাইসটিকে এখানে ১৪.৯৬ জিবি র্যাম সহ দেখা গেছে, যা আদতে ১৬ জিবি র্যাম। সাথে জানা গেছে যে Motorola Edge ৭০ Ultra মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে অ্যাড্রেনো ৮২৯ জিপিইউ দেওয়া হবে।
এদিকে এই বেঞ্চমার্ক সাইটে ফোনটি সিঙ্গেল এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ২৬৩৬ এবং ৭৪৭৫ পয়েন্ট পেয়েছে, যা নির্দেশ করে যে এটি প্রিমিয়াম হ্যান্ডসেট হবে এবং দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে।
OLED ডিসপ্লে সহ আসবে
জানিয়ে রাখি, চলতি বছরের শুরুতে কোম্পানি Edge 60 সিরিজ লঞ্চ করেছিল, তবে এই সিরিজে কোনো Ultra মডেল নেই। তাই Motorola Edge 70 Ultra আদতে Edge 50 Ultra এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। এর আগে জানা গিয়েছিল যে, আসন্ন এই স্মার্টফোনে ১.৫কে রেজোলিউশনের ওএলইডি স্ক্রিন থাকবে। আর এই হ্যান্ডসেটটি চীনে Moto X70 Ultra নামে লঞ্চ হতে পারে।

