Oppo Reno 15 ও Reno 15 Pro আরও শক্তিশালী ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে, দাম কত থাকবে

আগামী সপ্তাহে অর্থাৎ ১৭ নভেম্বর চীনে লঞ্চ হচ্ছে Oppo Reno 15 সিরিজ। বেস মডেলের পাশাপাশি এই সিরিজে প্রো মডেল অন্তর্ভুক্ত থাকবে। সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে যে, Oppo Reno 15 সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্টগুলির ফিচার চীনা ভ্যারিয়েন্টের থেকে কিছুটা আলাদা হবে। ফলে আশা করা যায় যে, ভারতীয় Oppo Reno 15 এবং Reno 15 Pro মডেল দুটি চীনা ভ্যারিয়েন্টের থেকে পৃথক বিশেষত্ব নিয়ে আসবে। আসুন ভারতে এই স্মার্টফোন দুটির লঞ্চের সময় ও দাম জেনে নেওয়া যাক

Oppo Reno 15 সিরিজের ভারতে লঞ্চের সময়

টিপস্টার যোগেশ ব্রার থেকে তথ্য নিয়ে স্মার্টপ্রিক্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, Oppo Reno 15 সিরিজ ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ভারত এবং অন্যান্য গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। তবে সঠিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি।

Oppo Reno 15 সিরিজের ভারতে দাম

যদিও টিপস্টার ওপ্পো রেনো ১৫ সিরিজের সমস্ত মডেলের মূল্য বলতে পারেননি। তবে তিনি অনুমান করছেন যে, স্ট্যান্ডার্ড মডেলটির দাম প্রায় ৪৩,০০০ টাকা হতে পারে। আশা করা যায় প্রো মডেলের মূল্য আরও ৫,০০০-১০,০০০ টাকা বেশি হবে।

Oppo Reno 15 এর ফিচার (প্রত্যাশিত)

Oppo Reno 15 এর গ্লোবাল ভ্যারিয়েন্টে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেনারেশন ৪ চিপসেট ব্যবহার করা হবে বলে জানা গেছে, যেখানে চীনা ভ্যারিয়েন্টে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালার ওএস ১৬ কাস্টম স্কিন সহ আসবে বলে আশা করা হচ্ছে।

আর Oppo Reno 15 এর সামনে দেখা যাবে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৯ ইঞ্চি OLED ডিসপ্লে। আর ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ট্রিপল রিয়ার সেটআপ, যার মধ্যে মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শ্যুটার এবং ৩.৫এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

Oppo Reno 15 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট তারযুক্ত সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

চীনে, Reno 15 তিনটি কালার অপশনে আসবে: স্টারলাইট বো, আরোরা ব্লু, এবং ক্যানেল ব্রাউন। এটি ১২ জিবি+২৫৬ জিবি, ১২ জিবি+৫১২ জিবি, ১৬ জিবি+২৫৬ জিবি, ১৬ জিবি+৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।