Redmi Note 15 Pro+ ও Note 15 Pro আগামী মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, সাথে আসছে Redmi 15C

এই বছরের শুরুতে Redmi Note 15 সিরিজ চীনে লঞ্চ হয়েছিল। এবার এই সিরিজ ভারতীয় বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। একজন টিপস্টার হ্যান্ডসেটগুলির লঞ্চের সময় প্রকাশ করেছেন। তার দাবি সত্যি হলে Redmi Note 15 Pro+ এবং Note 15 Pro মডেল দুটি ডিসেম্বরে ভারতে পা রাখতে চলেছে। এর পাশাপাশি টিপস্টার তার পোস্টে Redmi 15C এরও ভারতে লঞ্চের সময় সম্পর্কে ধারণা দিয়েছেন।
Redmi Note 15 সিরিজ ভারতে কখন লঞ্চ হবে
টিপস্টার অভিষেক যাদব বলেছেন, Redmi Note 15 সিরিজ ডিসেম্বরে ভারতে লঞ্চ হবে। আর আসন্ন হ্যান্ডসেটগুলির প্রথম সেল শুরু হবে ৯ জানুয়ারী, ২০২৬ থেকে।
টিপস্টার আগেও একটি পোস্টে একই দাবি করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে Redmi Note 15 সিরিজ ভারতে ২০২৬ সালের জানুয়ারির আগে আসবে।
এছাড়া টিপস্টার দাবি জানিয়েছেন যে, Redmi Note 15 Pro+ এবং Redmi Note 15 Pro-এর ভারতে দাম এদের পূর্বসূরীদের মতোই রাখা হবে। উল্লেখ্য, Redmi Note 14 Pro+ 5G এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে, Redmi Note 14 Pro 5G এর মূল্য ধার্য করা হয়েছিল ২৩,৯৯৯ টাকা।
Redmi 15C এর ভরতে লঞ্চের সময়
টিপস্টার ভারতে Redmi 15C এর লঞ্চের টাইমলাইন সম্পর্কেও জানিয়েছেন। হ্যান্ডসেটটি সেপ্টেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। আগামী মাসে এটি ভারতে আসবে। তবে টিপস্টার নির্দিষ্ট করে বলেননি যে এটি 4G নাকি 5G ভ্যারিয়েন্ট হবে। কারণ উভয় ভ্যারিয়েন্ট বিশ্ব বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে।

