Vivo X300 নতুন রঙে ভারতে লঞ্চ হবে, টিজার প্রকাশ করল কোম্পানি

ভিভো তাদের নতুন স্মার্টফোন সিরিজ, Vivo X300 ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২রা ডিসেম্বর ডিভাইসগুলি ভারতে আসবে। আজ কোম্পানি সিরিজের বেস মডেল অর্থাৎ Vivo X300 এর এক্সক্লুসিভ রেড কালার ভ্যারিয়েন্ট টিজ করেছে, যা দেখে ফ্যানরা ফোনটি দেখতে উত্তেজিত হয়ে পড়েছে। টিজারটি ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। এই কালার ভ্যারিয়েন্টটি শুধুমাত্র বেস মডেলের জন্য আনা হবে বলে জানা গেছে।

Vivo X300 আসবে লাল এবং ধূসর রঙের সংমিশ্রণে

ভিভো ইন্ডিয়ার পোস্ট করা ভিডিওতে, Vivo X300 মডেলকে লাল এবং ধূসর রঙের সংমিশ্রণ দেখা গেছে। ফোনের পিছনের প্যানেলটি লাল এবং এতে লেদার ফিনিশ থাকবে। ভিভো ব্র্যান্ডিংটি নীচে ধূসর কালারে লেখা থাকবে। ফোনের ফ্রেমটিও ধূসর, এবং অ্যান্টেনা একই রঙের। কোম্পানি বলেছে যে Vivo X300 ডিভাইসটিকে আগে কখনও এত সুন্দর দেখায়নি।

থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

ভিভো এক্স৩০০ সিরিজের ল্যান্ডিং পেজ ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে লাইভ হয়েছে। ল্যান্ডিং পেজ থেকে জানা গেছে যে স্মার্টফোনগুলি উভয় প্ল্যাটফর্মেই বিক্রয়ের জন্য উপলব্ধ হবে। ডিভাইসগুলি টেলিফোটো বার্ডস শট মোড ফটোগ্রাফি কিট সহ আসবে। আর ভিভো এক্স৩০০ মডেলে ফটোগ্রাফির জন্য ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (টেলিম্যাক্রো সাপোর্ট সহ) থাকবে বলে জানা গেছে।

এদিকে Vivo X300 সিরিজের প্রো ভ্যারিয়েন্টে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২০০-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে। উভয় ডিভাইসের সেলফি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। X300 Pro এর সাথে ফটোগ্রাফার কিট পাওয়া যাবে, যার মধ্যে ZEISS ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার থাকবে। ফোনগুলি ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর দ্বারা চালিত হবে।