Honor 500 Pro ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর ও 16 জিবি র্যাম সহ লঞ্চ হচ্ছে

Honor এর নতুন স্মার্টফোন সিরিজ, Honor 500 শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এই সিরিজের দুটি ফোন (মডেল নম্বর MEY-AN00 ও MEP-AN00) চীনের 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। যদিও কোম্পানি এখনও এই হ্যান্ডসেটগুলির লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে আজ MEY-AN00 মডেল নম্বরের একটি নতুন ডিভাইসকে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম Geekbench-এ খুঁজে পাওয়া গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে, ফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত হবে। রিপোর্ট অনুযায়ী, হ্যান্ডসেটটি Honor 500 Pro নামে বাজারে আসবে। এর আগে শোনা গিয়েছিল, MEY-AN00 মডেল নম্বরের Honor 500 ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট থাকবে।
Honor 500 Pro এর র্যাম, স্টোরেজ এবং কালার ভ্যারিয়েন্ট
গিকবেঞ্চ থেকে সামনে এসেছে যে, সিরিজের Pro মডেলে ১৬ জিবি র্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে স্মার্টফোনটি সিঙ্গেল-কোর টেস্টে ৩১০০ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৯৪৬৩ পয়েন্ট পেয়েছে। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ফোনটি ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি + ৫১২ জিবি, এবং ১৬ জিবি + ১ টিবি ভ্যারিয়েন্টে আসবে। এটি অ্যাকোয়ামেরিন, স্টারলিট পিঙ্ক, অবসিডিয়ান ব্ল্যাক এবং মুনলাইট সিলভার কালার অপশনে পাওয়া যাবে।
২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে
ফাঁস হওয়া রিপোর্ট থেকে আরও জানা গেছে, Honor 500 Pro হ্যান্ডসেটে ১.৫ কে রেজোলিউশনের ৬.৫৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
৮০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে
Honor 500 Pro মডেলে ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এই নতুন Honor স্মার্টফোন সিরিজটি ২৪শে নভেম্বর চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

