Redmi 15C 5G ভারতে 8 জিবি পর্যন্ত RAM সহ আসছে, ফাঁস হল দাম সহ ফিচার

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 15C 5G। ইতিমধ্যেই ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। আজ আবার একজন টিপস্টার এই হ্যান্ডসেটের ভ্যারিয়েন্ট-ভিত্তিক দাম শেয়ার করেছেন। যার ভিত্তিতে বলা যায় যে স্মার্টফোনটির দাম আগের রিপোর্টের চেয়ে বেশি রাখা হবে। রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বরে পোল্যান্ডে লঞ্চ হওয়া Redmi 15C 5G ভারতে তিনটি RAM এবং স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
ভারতে Redmi 15C এর দাম (সম্ভাব্য)
টিপস্টার অভিষেক যাদব আজ X প্ল্যাটফর্মে একটি পোস্টে Redmi 15C 5G এর ভারতে দাম এবং এর মূল স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, এদেশের স্মার্টফোনটির ৪ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১২,৪৯৯ টাকা। আর এর ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি কিনতে খরচ হবে ১৩,৯৯৯ টাকা। আবার ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে ১৪,৯৯৯ টাকা।
এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল যে রেডমি ১৫সি ৫জি এর ৪ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকবে ১১,৫০০ টাকা। এছাড়া ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হবে ১২,৫০০ টাকা এবং টপ-এন্ড ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৪,৫০০ টাকায়।
Redmi 15C এর স্পেসিফিকেশন ও ফিচার
স্পেসিফিকেশনের কথা বললে Redmi 15C 5G মডেলের সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট থাকবে এইচডি প্লাস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলবে। কোম্পানি এই ডিভাইসে দুটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট দেবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে ৬০০০ এমএএইচ ব্যাটারিও থাকবে।
জানিয়ে রাখি, Redmi 15C 5G প্রথমবার সেপ্টেম্বরে পোল্যান্ডে ৪ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হয়েছিল। এটি ডাস্ক পার্পল, মিডনাইট ব্ল্যাক এবং মিন্ট গ্রিন রঙে এসেছে।
